প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মোঃ শফিকুল ইসলাম
জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক মোঃ শফিকুল ইসলাম দীর্ঘদিন থেকে লেখালেখিতে যুক্ত রয়েছেন। জন্ম ১৯৪৯ সালের ১১ সেপ্টেম্বর চাঁদপুর জেলার কচুয়া থানার বাইছারা গ্রামে। ছেলেবেলা থেকে তিনি পিতা-মাতার সঙ্গে ঢাকায় আজিমপুরে বসবাস করছেন। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাঁর শিক্ষাজীবন আবর্তিত হয়েছে ঢাকা শহরকে কেন্দ্র করে। তিনি ঢাকা কলেজ থেকে স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ফ্যাকাল্টি থেকে এলএলবি করেন। মোঃ শফিকুল ইসলাম ছাত্রাবস্থায় প্রগতিশীল ছাত্র রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। উনসত্তরের ছাত্র-আন্দোলনে ১৭ জানুয়ারি (১৯৬৯) ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে অনুষ্ঠিত সর্বদলীয় ছাত্র-সংগ্রাম পরিষদের প্রথম সভায় ১৪৪ ধারা ভাঙতে তিনি অগ্রণী এবং সাহসী ভূমিকা রাখেন। আইয়ূব- বিরোধী ছাত্র আন্দোলনে তাঁর অদম্য ভূমিকার জন্য তিনি একজন সংগ্রামী ছাত্র হিসেবে ব্যাপক পরিচিতি পান। ইয়াহিয়ার মার্শাল 'ল' শাসনে হুলিয়া নিয়ে তাঁকে দীর্ঘদিন আত্মগোপনে থাকতে হয়েছে। এই আত্মগোপন অবস্থায় তিনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হন। সংগঠক হিসেবে ঢাকা কলেজ ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের সভাপতি এবং পূর্ববাংলা ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ছিলেন। ঊনসত্তরের ছাত্র-আন্দোলনের সেই সাহসী তরুণটি তাঁর চাকরি জীবনেও যথেষ্ট কর্মক্ষমতা ও সৃজনশীলতার স্বাক্ষর রাখতে সমর্থ হয়েছেন। ১৯৭৪ সালের মার্চ মাসে কর্মকর্তা হিসেবে তিনি জাতীয় গ্রন্থকেন্দ্রে যোগদান করেন। চাকরিতে পদোন্নতি পেয়ে তিনি ধাপে-ধাপে জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক, উপ-পরিচালক ও পরিচালক পদে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। চাকরির সুবাদে জাপান, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ভারতের আগরতলা, কলকাতা ও নয়াদিল্লী সফর করেছেন। জাতীয় গ্রন্থনীতি প্রণয়নসংক্রান্ত কোর-কমিটির সদস্য হিসেবে তিনি জাতীয় গ্রন্থনীতি প্রণয়নে সরাসরি যুক্ত ছিলেন। জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক মোঃ শফিকুল ইসলামের 'বাটিক শিক্ষা' 'বই ও পাঠাভ্যাস' ও 'বইয়ের কথকতা' শিরোনামে আরও তিনটি গ্রন্থ রয়েছে। প্রগতিশীল চিন্তা ও চেতনা এবং পেশাগত অভিজ্ঞতার আলোকে রচিত তার প্রতিটি লেখায় রয়েছে বস্তুনিষ্ঠ অসংখ্য প্রশ্নের তথ্যসমর্থিত বিশ্লেষণ ও সমাধান।