প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মোস্তাকুর রহমান
মোস্তাকুর রহমানের জন্ম ১৯৮৭ সালের ৩১শে ডিসেম্বর, রংপুর শহরে। ডাকনাম সন্ধান। বাবা বজলার রহমান অবসরপ্রাপ্ত প্রকৌশলী, মা মাসুদা রহমান গৃহিণী। উচ্চমাধ্যমিক পর্যন্ত লেখকের পড়াশুনা রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে। তিনি ২০০৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো থেকে ২০১২ সালে মাস্টার্স এবং ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা থেকে ২০১৭ সালে পিএইচডি অর্জন করেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা রাজ্যের কলাম্বিয়া শহরে একটি সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে রোড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। লেখক ২০১৯ সালে ফারজানা খান রুমির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। লেখকের বেড়ে ওঠা সাংস্কৃতিক পরিমণ্ডলে। তাঁর নানা প্রয়াত মকবুল আলী ছিলেন বাংলাদেশের প্রথম আব্বাস উদ্দিন একাডেমীর প্রতিষ্ঠাতা এবং একজন কীর্তিমান ভাওয়াইয়া শিল্পী। প্রমাতামহ সুসাহিত্যিক মৌলবি খেরাজ আলী ১৯৩৩ সালে প্রতিষ্ঠা করেন ‘খাতুনিয়া সার্কুলেটিং লাইব্রেরি’, যা ছিল তৎকালীন বাংলাদেশে নারীদের জন্য প্রতিষ্ঠিত প্রথম কোন পাঠাগার। লেখকের লেখালিখির হাতেখড়ি শৈশবেই। ২০০৩ সালে কলেজে পড়াকালীন প্রকাশিত হয় তাঁর কবিতাগুচ্ছের সংকলন ‘নীহারিকা ও নক্ষত্রবীথিকা’। ২০০৭ সালে বুয়েটে অধ্যয়নকালে, সেখানকার সাহিত্যমনাদের নিয়ে তিনি গড়ে তোলেন কবিতার ব্লগ ‘জিয়নকাঠি’। ২০১৫ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতার বই ‘সুন্দরের সমীপে’। ২০২১ সালে প্রকাশিতব্য ‘কীয়েক্টাবস্থা’ লেখকের প্রথম রম্য গল্পগ্রন্থ।