প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আ.ক.ম. আবদুল কাদের
ড. আ ক ম আবদুল কাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান। ১৯৭৯ সালে কামিল (হাদিস) পরীক্ষায় মেধা তালিকায় চতুর্থ স্থান অধিকারকারী ড. কাদের ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ হতে বি.এ অনার্স এবং ১৯৮৪ সালে এম.এ-তে রেকর্ড নম্বর পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। একাডেমিক ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ তিনি এলিট পেইন্ট পুরস্কার, ভিক্ষু শিলাচার শাস্ত্রী পদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ‘চ্যান্সেলর’ পুরস্কারে ভূষিত হন। পরবর্তীতে ২০০০ সালে তিনি ইসলামী আইনতত্ত্বে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। প্রফেসর কাদের ১৯৮৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করে প্রথমে আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগে এবং পরবর্তীতে আরবি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর শরী‘আহ ফ্যাকাল্টির ডীন হিসেবে, দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট-এর ভাইস প্রেসিডেন্ট, রাবিতা আদব আল ইসলামী-এর সদস্য, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর শরী‘আহ কাউন্সিলের সদস্য এবং প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর শরী‘আহ বিষয়ক গবেষণা কমিটির চেয়ারম্যান। বাংলা, আরবি, ইংরেজি, উর্দূ, ফার্সী ও ফারসি ভাষায় পারদর্শী প্রফেসর কাদের-এর ৭টি গ্রন্থ এবং তিন শতাধিক গবেষণা প্রবন্ধ রয়েছে। বিভিন্ন সময়ে তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, ভারত ও মায়ানমার সফর করেন। ইসলামী শরীয়াহ বিশেষজ্ঞ হিসেবে তিনি দেশে-বিদেশে সুপরিচিত। বিবিধ ইসলামী বিষয়ে মৌলিক ও অনূদিত গ্রন্থ মিলিয়ে ডজনখানেক গ্রন্থ রচনা করেছেন। এছাড়া লিখেছেন অসংখ্য প্রবন্ধ-নিবন্ধ। তিনি নানামুখী প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।