প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
তাহসান খান
তাহসান খান, বিনােদন জগতের প্রায় সব কটা জানালায় তার কড়া নাড়ার অভিজ্ঞতা থাকলেও গীতিকার, সুরকার এবং গায়ক হিসেবেই তিনি নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বােধ করেন। গান আর কবিতা লেখার চর্চাটা অনেক পুরনাে, আর তাই নিজেকে একজন লেখক হিসেবে আত্মপ্রকাশ করার প্রয়াস মস্তিষ্কের কোনাে এক প্রকোষ্ঠে সুপ্ত অবস্থায় ছিল বলে অনুমেয়। লেখার তাগিদটা ২০২০ সালের মহামারীতে বেগ পেল যখন পুরাে বিশ্ব হয়ে গেল স্থবির, আর প্রায় প্রতিটা মানুষই অন্তর্মুখী। সেই অন্তরযাত্রারই ফসল এই অনুভূতির অভিধান। এই অভিধানে স্থান পেয়েছে লেখকের জীবনের কিছু গল্পের ছায়ায় ২০টি অনুভূতির একান্ত নিজস্ব ভাবার্থ। প্রতিটা গল্পের রয়েছে নিজস্ব প্রাণ। কারাে জন্যে গল্পগুলাে শুধুই বিনােদন আর কারাে জন্যে হয়তাে বেঁচে থাকার পাথেয়।