প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবু হেনা মাহবুব
বাংলাদেশের একজন অভিজ্ঞ ও খ্যাতিমান অর্থোপেডিক সার্জন ডাঃ আবু হেনা মাহবুবের জন্ম শেরপুর জেলার প্রত্যন্ত গ্রাম চকবন্দি। নানার বাড়িতে। ১০ জুলাই। মুক্তাগাছার পৌর প্রাথমিক বিদ্যালয় ও রামকিশোর উচ্চ বিদ্যালয় এবং ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে লেখাপড়ার প্রাথমিক পর্ব শেষ করে তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে সপ্তদশ ব্যাচে চিকিৎসাশাস্ত্রে স্নাতক ডিগ্রি (এমবিবিএস) লাভ করেন। এরপর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস থেকে সার্জারিতে ফেলোশিপ (এফসিপিএস) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (NITOR), ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থোপেডিক সার্জারিতে মাস্টার্স (এমএস) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে তিনি দিল্লি ইনস্টিটিউট অব অর্থোপেডিকস্ অ্যান্ড ট্রমাটোলজি (DITO) এবং দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতাল থেকে আর্থোপাস্টি বিষয়ে ফেলোশিপ সম্পন্ন করেছেন। এ সময় তিনি মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়ার রেজিস্ট্রেশন লাভ করেন। ডা. মাহবুব দেশের বিভিন্ন মেডিকেল কলেজে প্রায় তিন দশকব্যাপি সার্জারি ও অর্থোপেডিক সার্জারি বিষয়ে শিক্ষকতায় নিয়োজিত থেকেছেন। শল্যচিকিৎসায় রয়েছে তার বিপুল অভিজ্ঞতা ও অসাধারণ নৈপুণ্য। সার্জারি শুধু তাঁর পেশা নয়, প্যাশনও। তাঁর প্রেমময়ী স্ত্রী সুলতানা মরজিনা একজন গাইনোকোলজিস্ট, কানাডায় বসবাসরত এবং একমাত্র পুত্র মাহবুব হাসান মেহদী, কানাডায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। নিজের অভিলাষ অনুযায়ী জীবনযাপনে অভ্যস্ত ডা. আবু হেনা মাহবুব। বইপত্র, সংগীত ও ভ্রমণের প্রতি রয়েছে তাঁর অসীম অনুরাগ। কাজের ফাঁকে কিংবা কাজ থেকে নিজেকে ছুটি দিয়ে প্রায়ই বেরিয়ে পড়েন পর্যটনে। বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা, যুক্তিবাদ ও জিজ্ঞাসা তাঁর মনে সদাজাগ্রত। ইতালিয়ান দার্শনিক ব্রুনোর খেদোক্তির সঙ্গে তিনি সম্পূর্ণ একমত: "বিশ্বাস না থাকলে, অজ্ঞতাও থাকত না।"