প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
সুমী নূর
আমি সুমী নূর পরিচয় হিসেবে একজন মা বলতে আমি বেশি সম্মানিত বোধ করি।কেননা এই একটি শব্দ মা-এর মধ্যে রয়েছে পৃথিবীর সব সুখ.. আশা.. ভরসা..আবদার আর কষ্টের কোষাগার। জন্ম ও বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। ঢাকা সিটি কলেজ থেকে ব্যবস্থাপনাঋ বি.কম ও মাস্টারস করা হয়েছে। আমাদের এই ছোট্ট জীবনে আমার মত অনেকেই কিছু স্বপ্ন দেখি কিন্তু মা,বোন,মেয়ে,স্ত্রী হিসেবে বিভিন্ন চরিত্রে কাজ করতে যেয়ে নিজের সুপ্ত কিছু প্রতিভাকে আমরা লোকচক্ষুর আড়াল করি বা এভাবেই শেষ করে দেই।আমি কাই একটা সময় এসে নিজেকে কিছু সময় দিতে চেয়েছি ,তুলে ধরতে চেয়েছি নিজেকে ভিন্ন পরিচয়ে লেখালেখির মাধ্যমে। অনেক আগে থেকেই ছোট গল্প কবিতা লিখি কিন্তু কখনো বই হিসেবে প্রকাশ করার সাহস পাইনি। ২০২১ সালের বইমেলায় একটি ছোট উপন্যাস “ডানা ভাঙা প্রজাপতি” দিয়ে লেখক পরিচিতির প্রকাশ হয় দাড়িকমা প্রকাশনী থেকে। ২০২২ এর বইমেলায় আজব প্রকাশ থেকে প্রকাশিত হয় “অসমাপ্ত কথন” .. পাঁচটি ছোট গল্পের সংকলন যা পাঠক পাঠিকারা বেশ পছন্দ করেছেন। বই দুটি রকমারিতে পাওয়া যাচ্ছে। জীবনের সব কথা বলা হয় না .. বলা যায় না। স্বপ্নের সাথে জীবনের সম্পর্ক থাকে । তাই জীবন যতদিন বহমান .. জীবনের গল্প শেষ হবার নয়। এমন সব চেনা গল্প গুলোই আমি লেখার চেষ্টা করি । গল্প কবিতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে .. সুপ্ত প্রতিভা বিকশিত হোক সাহিত্যর সাথে। ধন্যবাদ লেখক-সুমী নূর