প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
প্রণব চৌধুরী
জন্ম ১১ ফেব্রুয়ারি ১৯৫০। নেত্রকোণা ময়মনসিংহ। বাবা ফণিভূষণ চৌধুরী, মা সুচারু চৌধুরী। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান। দুই বাংলার বিশিষ্ট ছড়ালেখক, ছন্দ-গবেষক ও প্রাবন্ধিক। একাত্তরের মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চুক্তিবদ্ধ কথিকালেখক ও কবি। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার্ ঢাকা থেকে প্রকাশিত উল্লেখ্য গ্রন্থ : ‘নাছোড়বান্দা’, ‘রাজার ঘোড়া’, ‘নির্বাচিত ছড়া', ‘মেঘের কোলে চাঁদের মতো’, ‘ছোটদের মধুসূদন', 'ছড়ায় ছন্দ’, ‘রসতত্ত্ব’, ‘রসতত্ত্ব ও অলঙ্কার পরিচয়’, ‘শ্লোগানের ছন্দ ও অন্যান্য প্রবন্ধ' (জুলাই ২০১৭)। পশ্চিবঙ্গে প্রথম শ্রেণির সাহিত্যপত্রগুলোতে নিয়মিত লেখালেখি। কলকাতা থেকে অদ্যাবধি প্রকাশিত গ্রন্থাবলি : ‘কবিতীর্থ ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য’, ‘ছড়ায় ছন্দ’ (দ্বিতীয় ও পরিবর্ধিত সংস্করণ), ‘পর্বান্তরের কবিতা’, ‘লাটসায়েবের জুতো’, ‘টাকার বাড়ি', ছন্দ অলংকার পরিচয়’, ‘ধ্বনিতত্ত্ব’, ‘ভাষাতত্ত্ব ও বাংলা ভাষা’, ‘বড়োদের কবি ছোটোদের কবিতা’ ও ‘কাব্যে সংগীতে বাংলাদেশের ভাষা-আন্দোলন ও মুক্তিযুদ্ধ'।