প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আল মাসুম আহমাদ
২১শে নভেম্বর হাওর খ্যাত সুনামগঞ্জ জেলার ধর্মপাশা। উপজেলার ঐতিহ্যবাহী গাবী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মােঃ দুলাল মিয়া এবং মাতা। মােছাঃ হেনা আক্তার। তিনি ২০২০ সাল থেকে বই প্রকাশের সাথে জড়িত। নির্ভেজাল সাহিত্যের। অঙ্গীকারে "বাংলাদেশ সম্পাদক পরিষদ" এ। কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদকের দায়িত্বে আছেন। এ পর্যন্ত তার সংকলন ও সম্পাদিত। বইয়ের সংখ্যা ১১ টি যথাক্রমে:- মানবতার আয়না, হৃদয়ের অশ্রকথা, মনুষ্যত্বের প্রতিবিম্ব, রক্তে আঁকা মানচিত্র, উদ্দীপ্ত প্রেম পিপাসা, হৃদয়ের স্বপ্নকাব্য, মায়াবিনী প্রেয়সী, স্বাধীনতার পঞ্চাশ বছরে, অনুভবে সােনালী বিকেল, প্রতিভার উন্মেষ এবং ছন্দে গাঁথা কাব্য কথা।