প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
হাফেয মাওলানা সাজ্জাদ হোসেন
মাওলানা সাজ্জাদ হোসেন ডাকনাম: সোহাগ। তিনি একজন হাফেজে কুরআন, আলেম এবং কুরআন শিক্ষা গবেষক। দেশের ইসলামি শিক্ষার চলমান দুটি ধারা থেকেই তিনি দীনি ইলম আহরণ করেছেন। জন্মগ্রহণ করেছেন ১৯৮৫ সালে বরিশালের বাকেরগঞ্জে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লায় স্থায়ী হন। বাবার নাম আব্দুল মালেক জোমাদ্দার। তিনি একজন সাবেক সেনাসদস্য। কুরআন হিফজ করেছেন মাত্র ১৩ বছর বয়সে খ্যাতিমান শিক্ষক হাফেজ ক্বারী আ. হক্ব সাহেবের কাছে। এরপর শীর্ষস্থানীয় কওমি মাদরাসা দারুল উলুম মাদানী নগর, নারায়ণগঞ্জ থেকে বুনিয়াদি ও মাধ্যমিক শিক্ষা অর্জন করেন। দাওরায়ে হাদীস (স্নাতকোত্তর সমমান) সম্পন্ন করেন জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা থেকে ২০১০ সালে। বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের (বেফাক) কেন্দ্রীয় পরীক্ষায় তার মেধাস্থান ছিল ২৪। পরের বছর মাদানী নগর থেকেই তিনি ইসলামি আইনের উচ্চতর কোর্স 'ইফতা' সম্পন্ন করেন। পাশাপাশি তিনি ২০০৬ সালে গোবিন্দপুর সালেহিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল এবং এ ইউ এন কামিল মাদরাসা, নয়াটোলা, ঢাকা থেকে ২০০৮ সালে আলিম, (ইসলামিক ইউনিভার্সিটি, কুষ্টিয়ার অধীনে) ২০১২ সালে ফাযিল ও ২০১৪ সাঙ্গে কামিল সম্পন্ন করেন। বর্তমানে তিনি (২০১৫ সাল থেকে) রিলিজিয়ন কাউন্সেলিং অফিসার পদে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন। দুইটি সেনা কোর্সে (আরটিবিসি-৩৬ এবং আরটিএসি-১৫) তিনি B+Y+ সহ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। এ ছাড়াও উভয় কোর্সের ইলমে ক্বিরাত বিভাগে প্রথম স্থান অর্জন করে দুই বার সম্মাননা ক্রেস্ট লাভ করেন। সকল বয়সী মানুষকে সহজে কুরআন শেখানো তার দ্বীনি ব্রত এবং এ-বিষয়ে প্রায় এক দশক ধরে গবেষণা করে আসছেন।