প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আতাউর রহমান (অভিনেতা)
আতাউর রহমানের জন্ম ১৯৪১ সালে নােয়াখালী জেলায়। ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। মৃত্তিকা বিজ্ঞানে এম, এস, সি ডিগ্রী লাভ করেন। উনি মঞ্চ নাটকের সাথে সক্রিয়ভাবে গত ৩৩ বছর জড়িত এবং অভিনেতা, নির্দেশক এবং নাট্য সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত। তাঁর নির্দেশিত নাটকগুলাের মধ্যে সাঈদ আহমেদের মাইলপােষ্ট, ডি, এল, রায়ের সাজাহান, আরইউন শ’য়ের ব্যারী দ্য ডেড, স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গডডা, বের্টল্ট ব্রেখটের গ্যালিলিও ও মাদার কারেজ, সৈয়দ শামসুল হকের ঈর্ষা, গণনায়ক ও পায়ের আওয়াজ পাওয়া যায়, শেক্সপীয়ারের মার্চেন্ট অব ভেনিস, রবীন্দ্রনাথের তাসের দেশ ও রক্তকরবী উল্লেখযােগ্য। তার অভিনীত নাটকের মধ্যে বাদল সরকারের বাকি ইতিহাস, শেক্সপীয়ারের ম্যাকবেথ, বেল্ট ব্রেখটের সৎ মানুষের খোজে ও দেওয়ানগাজীর কিসসা, সৈয়দ শামসুল হকের নূরলদীনের সারাজীবন ও খাট্টা তামাশা, রবীন্দ্রনাথের অচলায়তন, রক্তকরবী ও গান্ধারীর আবেদন উল্লেখযােগ্য, তাঁর নির্দেশিত নাটকের সংখ্যা ২৪ এবং নাগরিক নাট্য সম্প্রদায়ের বিভিন্ন নাট্য প্রয়ােজনায় মূখ্য ও গুরুত্বপূর্ণ চরিত্রে প্রায়। ১২০০ সন্ধ্যায় মঞ্চে অবতীর্ণ হয়েছেন। আতাউর রহমান নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমানে একই পদে অধিষ্ঠিত।