Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Maruf Ahmed (Software) books

follower

মারুফ আহমেদ (সফটওয়্যার)

মারুফ আহমেদ-১৯৮৮ সাল থেকে যার কম্পিউটার ক্যারিয়ারের শুরু। হাতেখড়ি ১৯৮৭ তে। কাজ করেছেন। কম্পিউটারের প্রায় প্রতিটি বিভাগে । তার ক্যারিয়ারের যাত্রা শুরু কম্পিউটার প্রশিক্ষক হিসেবে। এরপর গ্রাফিক্স ডিজাইন তথা ডিটিপি ইন্ডাস্ট্রিতে কাজ করেন দীর্ঘদিন । একই সময়ে শুরু করেন তথ্যপ্রযুক্তি নিয়ে লেখালেখি ও সাংবাদিকতা। কাজ করেছেন জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম নিয়ে - দ্বায়িত্ব পালন করেছেন চিফ আইটি কো-অরডিনেটর হিসেবে জিআইএস প্রতিষ্ঠান “দ্যা ম্যাপ্পা”-তে। ১৯৯৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন তার নিজস্ব কম্পিউটার প্রশিক্ষন প্রতিষ্ঠান “ইন্ট্যালেক্ট কম্পিউটার” । ২০০১ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি দু’হাজারেরও অধিক শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করেছে। ফ্রিল্যান্স প্রােগ্রামার হিসেবেও কাজ করেন পরবর্তীতে উন্নয়ন করেন ১৩ টি প্রতিষ্ঠানের জন্য অটোমেটেড সফটওয়্যার। সর্বশেষ তিনি দেশের তথ্যপ্রযুক্তির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘সিসটেক ডিজিটাল'-এর প্রধান নির্বাহী পরবর্তীতে চিফ সফটওয়্যার আর্কিটেক্ট হিসেবে দ্বায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি প্রকাশ করেনে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিষয়ক দেশের প্রথম ও একমাত্র অনলাইন দৈনিক “আইসিটি বাংলাদেশ”। এ পর্যন্ত তার উন্নয়নকৃত সফ্টওয়্যার ও মাল্টিমিডিয়া প্রকাশনার সংখ্যা শতাধিক এবং প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫টি। উল্লেখ্য তিনি মাল্টিমিডিয়া অ্যাসােসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)'র অন্যতম সংগঠক।

মারুফ আহমেদ (সফটওয়্যার) এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed