প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মুফ্তী আব্দুল হালীম
১৯৬৪ সালের ২৭ জুলাই কুমিল্লার মুরাদনগরে জন্ম গ্রহণ করেন এই মেধাবী আলেম। তাঁর পিতাও ছিলেন একজন বিশিষ্ট আলেম ও মুফতী। প্রাথমিক পড়াশোনা করেন বাবার তত্ত্বাবধানে পার্শ্ববর্তী পাহাড়পুর মাদরাসায়। পরবর্তীতে ১৯৮৬ সালে তিনি তাকমীল (মাস্টার্স) সম্পন্ন করেন সেসময়ের দেশসেরা মাদরাসা লালবাগ জামিয়া থেকে। এরপর সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ক পড়াশোনা করেন মাওলানা ইউসুফ শরীফ কর্তৃক প্রতিষ্ঠিত মিরপুরের দায়েরাতুল মা‘আরিফ থেকে। শিক্ষাজীবনের সকল পর্বেই তিনি প্রথম শ্রেণিতে প্রথম বা দ্বিতীয় স্থান লাভ করতে সক্ষম হন। কর্মজীবনেও তিনি অত্যন্ত মেধার স্বাক্ষর রাখেন। প্রায় তিন যুগ ধরে বুখারী শরীফের পাশাপাশি ফিক্বহের নানান বিষয়ে অধ্যাপনা করে যাচ্ছেন দারুণ সুনামের সাথে। সেইসঙ্গে একজন দক্ষ ও বিজ্ঞ ইসলামিক লেকচারার হিসেবেও সুখ্যাতি রয়েছে তাঁর। তাঁর রচনাবলীর মধ্যে মুখতাসারুল কুদূরী কিতাবের ব্যাখ্যাগ্রন্থ ‘দরসে কুদূরী’, হেদায়া কিতাবের ব্যাখ্যাগ্রন্থ ‘তাসহীলুদ্দিরায়াহ’ মৌলিক গ্রন্থ ‘বিদআত ও সুন্নাতের পরিচয়’ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।