প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মো. সাব্বির হোসেন
মােঃ সাব্বির হােসেন, পিতা : মােঃ রফিকুল ইসলাম, মাতা : ফাহমিদা আক্তার। খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। দাদা কপিলমুনির বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব আব্দুল গণি মােড়ল এবং নানা রাড়ুলী ইউনিয়নের বীর মুক্তিযােদ্ধা, প্রখ্যাত ইংরেজি শিক্ষক আলহাজ্ব সরদার মােঃ আমির আলী মাস্টার। বর্তমানে সে দরগাহপুর এস কে.আর.এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। তার পিতা অগ্রণী ব্যাংক লি. বাঁকাবাজার শাখার সিনিয়র অফিসার এবং মাতা একজন আদর্শ গৃহিণী।। মেধাবী ছাত্র সাব্বির হােসেন, পি.এস.সি ও জে.এস.সি-তে ট্যালেন্টপুল বৃত্তি এবং এস.এস.সি-তে জিপিএ- ৫.০০ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। কপিলমুনি তার নিজ বাড়ি হলেও বাবার চাকরির সুবাদে ছেলেবেলা থেকেই বাঁকার আলাে বাতাসে সে বেড়ে উঠেছে। তার কবিতায় ফুটে উঠেছে সমসাময়িক বিষয়াবলি। তার প্রথম কাব্যগ্রন্থ ‘কিশােরের আকুতি’ অষ্টম শ্রেণিতে থাকাকালীন প্রকাশিত হয়েছিল। কিশাের কবি সাব্বির শুধুমাত্র একজন কবি নয়, সে একজন প্রাবন্ধিক, ছােট গল্পকার এবং স্থানীয়ভাবে সুবক্তা হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছে। বর্তমানে সে পাইকগাছা উপকূল সাহিত্য পরিষদের একজন সক্রিয় সদস্য। স্থানীয় পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার লেখা নিয়মিত ছাপানাে হয়। বহুমুখী প্রতিভার অধিকারী সাব্বির হােসেন শিশু বয়স থেকেই তার পিতা মাতার অনুপ্রেরণায় সাহিত্য রচনা শুরু করে।