প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মাহাফুজা লামিয়া
সীমান্তকন্যা মাহাফুজা লামিয়া ১ জানয়ারি ১৯৯৮ সালে পঞ্চগড় জেলার মালীগাঁও গ্রামে জন্মগ্রহণ করেছেন। মা মোছাঃ আঞ্জুমানারা বেগম লীলী, বাবা এ কে এম মজিবর রহমান মজনু। চার ভাইবোনে মধ্যে ৩য়। মূলনাম মোসাম্মৎ মাহাফুজা আকতার। ডাকনাম লামিয়া। সাহিত্যিক নাম 'মাহাফুজা লামিয়া'। ছোটবেলা থেকেই বই পড়ার প্রচণ্ড সখ। সে সখ থেকে ছোটবেলায় স্কুলের সাপ্তাহিক এবং মাসিক দেয়াল পত্রিকার জন্য ছড়া, গল্প লিখতেন। এভাবে ধীরে ধীরে লেখালেখিতে এগিয়ে আসা। দৈনিক খুলনাঞ্চল পত্রিকায় নিয়মিত তার গল্প কবিতা প্রকাশিত হয়। গল্প, কবিতা, ছড়ায় নতুন প্রজন্মের উদীয়মান লেখক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন এরইমধ্যে। দিনাজপুর সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস শিক্ষার্থী। কৈশোরের দুরন্তপনায় মাহফুজা লামিয়া সাইকেল চালনা, সাঁতার কাটা, গাছে চড়ায় খুবই চঞ্চল ছিলেন। সমাজের সাথে, বন্ধুদের সাথে চলতে গিয়ে যা দেখেছেন, যা অনুভব করেছেন- মনের আবেগে সে সবই গল্প হয়ে উঠে এসেছে তার কলমে। শিক্ষাজীবন শেষ করে পেশাগত জীবনে শিক্ষকতাকে বেছে নেওয়া প্রথম পছন্দ। ‘প্রেম তো শুধুই প্রেম’ মাহাফুজা লামিয়ার প্রথম বই, প্রথম সাহিত্যসন্তান।