প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
রিগান মজুমদার
রিগান মজুমদার।মফস্বলে শৈশব-কৈশোর কেটেছে তার। লক্ষিপুর জেলার অধীনস্থ রামগতি থানার চরসীতা গ্রামে নব্বই দশকের প্রারম্ভিকতায় জন্ম তার।পিতা সুমঙ্গল মজুমদার।একজন বীর মুক্তিযোদ্ধা।আইনজীবি সহকারী পেশার সাথে সম্পৃক্ত তিনি।রিগান মজুমদারের স্কুল-কলেজ জীবন কেটেছে নিজ গ্রামে ও জেলাকেন্দ্রীক লক্ষীপুর সদরে। লক্ষীপুর সরকারি কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষ করেন।এবং পরবর্তীতে তিনি ইংরেজি সাহিত্যের উপর স্নাতকোত্তর শেষ করেন ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় হতে।ছোট বেলায় নিজ বাড়িতে,স্থানীয় মামা,কাকা,দাদু,মা দের প্রানবন্ত অংশগ্রহণে গ্রামের মন্দিরে,মন্দিরে নানাবিধ সামাজিক অনুষ্ঠানে মঞ্চ নাটকের রিহার্সেল গুলো নিজেদের বাড়িতে দেখে দেখে বিপুল আবেগে একসময় আষ্টেপৃষ্ঠে তিনি শিল্প সাহিত্যের জাগযজ্ঞ তে ডুব মারেন।এর পর ই শিল্পমনা সংস্কৃতির পরশ জড়িয়ে যায় তার ক্ষুদ্র বুকটিতে। পরবর্তীতে তিনি দেশের বেশ কয়েক জন সনামধন্য পরিচালকের হাত ধরে সহকারী পরিচালনায় সম্পৃক্ত হন।এরপর তিনি বিজ্ঞাপন নির্মান এর একটি প্রোডাকশন হাউজ কারখানা প্রোডাকশন এর সাথে কর্মে ব্যাপৃত ছিলেন।বর্তমানে তিনি লেখালেখি পেশায় নিমজ্জিত রয়েছেন।