প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ড. মো: মনজুর রহমান
ড. মোঃ মনজুর রহমান চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলাধীন খয়েরহুদা গ্রামে জন্মগ্রহণ করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (কুষ্টিয়া) বাংলা বিভাগে অধ্যাপনা করেন। গ্রামঅন্তঃপ্রাণ শেকড়সন্ধানী এই লেখক স্বদেশ ও স্বভূমিকে ভালোবেসে লেখালেখি অব্যাহত রেখেছেন। তাঁর কাছে মাটি ও মানুষের টান তীব্র ও প্রগাঢ়। তিনি কর্মের মধ্য দিয়ে গ্রাম ও গ্রামের মানুষের মাঝে দীর্ঘকাল বেঁচে থাকতে চান। সেই প্রচেষ্টারই অংশ ‘শেকড়ের খোঁজে’ গ্রন্থটি। ইতিহাস-ঐতিহ্যের সমৃদ্ধিচেতনা এবং মাতৃভাষার উজ্জ্বল আলোর বাস্তবতায় একটি জাতি ও কল্যাণ রাষ্ট্রের স্বতশ্চলতা নির্ভর করে। কারণ, উপযুক্ত তিনটি অনুষঙ্গকে সূত্র ধরে জাতি-রাষ্ট্র প্রতিনিয়ত নিজেদেরকে পাল্টায়, নির্মিত ও পুনর্নির্মিত করে। একই সঙ্গে প্রজন্মের কাছে দায়ভারের দায় এড়াতে উজ্জীবিত হয় বৈচিত্র্যভাস্বর ভবিষ্যৎ বিনির্মাণে।