প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ওয়ালিউল ইসলাম ২
ওয়ালিউল ইসলাম, এম এস, ক্রপবোটানি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। জন্ম ফেব্রুয়ারী ৫, ১৯৮২ খ্রি. সালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে। বাবা মো. মোবারক হোসেন এবং মা মোছা. জোবেদা খাতুন। বাবা ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মা গৃহিনী। কর্মজীবন শুরু উন্নয়ন সংস্থায় চাকরি দিয়ে। এরপর চলে আসেন প্রাইভেট সেক্টরে ঢাকাতে। ছোটবেলা কাটিয়েছেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা কেন্দ্রের কোলোনীতে। ঘুরেছেন দেশের ছাপ্পান্নটি জেলার প্রত্যন্ত অঞ্চলে। মিশেছেন মানুষের সাথে, শুনেছেন তাদের জীবনের কথা। তার মতে, পৃথিবীর প্রতিটি মানুষই এক একটা জীবন্ত উপন্যাস-সেগুলোকে মরফোলজিক্যালি বা এ্যানাটমিক্যালি কেঁটে ছিঁড়ে বানানো হয় কবিতা, গল্প বা উপন্যাস। ছোটবেলায় আজকের কাগজের পাঠকবন্ধুতে লেখালেখি করতেন। চাকরি জীবনে সুদীর্ঘকাল ছিলেন লাল তীর বার্তার সম্পাদক ও লেখক। লিখেছেন দশটিরও বেশী টেকনিক্যাল ডকুমেন্টারী স্ক্রিপ্ট, সেগুলো দিয়ে তৈরিও করেছেন ভিডিও ডকুমেন্টারি, রয়েছে নিজের লেখা পাঁচটি টেকনিক্যাল ট্রেনিং মডিউল। বর্তমানে আর্ন্তজাতিক জার্নালে তার তিনটি প্রকাশনা রয়েছে। ‘অসীম সম্পর্কের বন্ধন’ লেখকের মৌলিক রচনা- যা সমসাময়িক সমাজের প্রতিচ্ছবি ও সাধারণ মানুষের মুখের কথারই প্রতিধ্বনি মাত্র। তার প্রকাশিত কবিতার বই ‘ঘুণে ধরা শহরে’।