clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Shahnaj Parvin books

follower

শাহনাজ পারভীন

নৈঃশব্দের কবি ড. শাহনাজ পারভীন। তিনি একজন সব্যসাচী লেখক। সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তার বিচরণ রয়েছে। কবিতা, গল্প, উপন্যাস, গবেষণা, কলাম, গান, কিশোর কবিতা, ছড়া, শিশুতোষ গল্প সব বিষয়েই তিনি বিরামহীন ভাবে লিখে চলেছেন। নব্বই দশকের শক্তিমান এই কবির জন্ম ৭ই মে, ১৯৬৮, কামার খালী, ফরিদ পুর। পিতা মোহাম্মদ বজলুর রহমান, মাতা সামসুন্নাহার ফুল । স্বামী মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জননী। শিক্ষা জীবন : তিনি ফরিদপুরের কামারখালী সরকারি গার্লস স্কুল থেকে ১৯৮৩ সালে মাধ্যমিক ও কামারখালী সরকারি বীরশ্রেষ্ঠ আবদুর রউফ ডিগ্রী কলেজ থেকে ১৯৮৫ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর যশোর সরকারি সিটি কলেজ থেকে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি রাজশাহী বিশ্বাবিদ্যালয় থেকে বিএড, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে এ১২ সালে পিএইচডি ডিগ্রী লাভ করেন। কর্মজীবন : প্রথমে তিনি না যোগাড়া মহিলা কলেজ, অভয়নগর, যশোর এ প্রভাষক হিসেবে যোগদান করেন। তারপর উপহর ডিগ্রি কলেজে কর্মরত হন। সেখানে কর্মরত অবস্থায় এমফিল এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সেখান থেকে তিনি উপশহর মহিলা কলেজ, যশোর এর উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন আগে বর্তমানে তালবাড়ীয়া ডিগ্রি কলেজ, যশোরের অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। সম্পাদনা: দ্যোতনা, নান্দনিক ধারার সাহিত্য কাগজ, যশোর : ছড়াঘর, ছড়া পত্রিকা, যশোর। সংশ্লিষ্টতা: সভাপতি- অগ্নিবীণা, কেন্দ্রীয় সংসদ, যশোর। এছাড়াও তিনি সামাজিক সংগঠন “গর্জে ওঠো” এর অন্যতম উপদেষ্টা ।

শাহনাজ পারভীন এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed