প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
তৌফিক রহমান
তৌফিক রহমান আপাদমস্তক সংস্কৃতিমনস্ক একজন মানুষ। ছাত্রাবস্থায় আবৃত্তি ও নাট্যচর্চার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা। আবৃত্তি সংগঠন 'ক'জনার' প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও পরে সভাপতি ছিলেন। নাটকের দল 'দেশনাটক'-এর সঙ্গে যুক্ত আছেন। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত দেশের প্রথম অভ্যন্তরীন পর্যটন বিষয়ক অনুষ্ঠান 'বাংলাদেশ ভ্রমণ'-এর মূল পরিকল্পক ও উপস্থাপকের দায়িত্ব পালন করেছেন। পেশাগতভাবে দেশে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত পর্যটন প্রতিষ্ঠান 'জার্নি প্লাস'-এর প্রধান নির্বাহী। ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর সঙ্গে জড়িয়ে আছেন দীর্ঘদিন। এছাড়াও তিনি ট্যুরিস্ট গাইড এসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ ট্রাভেল রাইটার্স এসোসিয়েশনের একজন উপদেষ্টা। ১৯৯৯ সালে বেলজিয়ামের Wes Institute থেকে Tourism Marketing Planning বিষয়ে, ২০০৩ সালে আমেরিকার হাওয়াই-এ অবস্থিত University of Hawaii থেকে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ফর ট্যুরিজম (EDIT) কোর্স, ২০০৪ সালে শ্রীলংকায় MICE Management কোর্স এবং ২০১৫ সালে হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি থেকে পর্যটন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণসহ কৃতিত্বের সাথে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক পরিচালিত ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হস্পিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগে অতিথি প্রশিক্ষক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। ভ্রমণ করেছেন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড, পর্তুগাল, জাপান, চীনসহ পৃথিবীর ৫০টিরও অধিক দেশ।