প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল
বাংলাদেশের সর্বস্তরের পাঠকদের জন্য সর্বপ্রথম কিস্তিতে বই কেনা কার্যক্রম চালু করার পাশাপাশি শিক্ষা, বৃদ্ধিবৃত্তিক বিকাশ এবং জনসাধারণের সেবা গ্রহণের রুক্ষতাকে সাবলীল করার প্রয়াসে ই-কমার্স, প্রযুক্তি, রেস্তেরাঁ সহ নানান সেবাখাতে কাজ করে যাওয়া প্রতিষ্ঠান ❝বারোমাসি❞-এর প্রতিষ্ঠাতা মিঁয়া মোহাম্মদ খালিদ সাইদুল্লাহ ফয়সল-এর জন্ম পনেরো নভেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) থেকে ❝ভাষাশিক্ষা❞-র উপর স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে, ভাষাশিক্ষাজ্ঞ-এর যোগ্যতা অর্জন শেষে, বর্তমানে পেশাবৃত্তিক অঙ্গনে ব্যস্ত থাকার পাশাপাশি ভিন্ন ভিন্ন ঘরানার সৃজনশীল কাজে নিয়মিতভাবে আনাগোনা করে যাচ্ছে। বোর্ডিং স্কুলে, শখের বসে লেখালিখি করে পুরষ্কার জিতে নেওয়ার আগেই, রাশিয়ান রূপকথার গল্প আর কবিতার ছন্দে মোহবিষ্ট হয়েই, বাংলা সাহিত্যের বিভিন্ন ঘরানার একনিষ্ঠ পাঠক হিসেবে এখনো পর্যন্ত আনাগোনা চালিয়ে যাচ্ছে। সৃজনতাকে ভালোবাসার ফলেই, তার হাঁটা হয়েছে নানা ঘরানায়। গান-কবিতা লেখার পাশাপাশি চিত্রনাট্য লেখা ও শর্টফিল্ম নির্দেশনা করার মতো অভিজ্ঞতাও আছে ঝুলিতে। লেখালিখির জগতে কবি ❝মিঁয়া ভাই❞ কিংবা ❝ভাই ফয়সল❞ নামেই বহুল পরিচিত এবং পাঠক-পাঠিকার কাছে সমাদৃত। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, ছড়া সহ প্রায় সব ঘরানায় তার রচিত গ্রন্থের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়ে যাচ্ছে প্রতি বছর।