প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
লুৎফর রহমান- (প্রাবন্ধিক)
লুৎফর রহমান জন্ম ১৫ মে ১৯৬২, টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার ঘােনার চালা গ্রামে। মা জামিলা খাতুন, বাবা ফজলুর রহমান। স্কুলশিক্ষক বাবার চতুর্থ সন্তান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে ১৯৮৩ সালে স্নাতক ও ১৯৮৪ সালে স্নাতকোত্তর। নাট্যাচার্য সেলিম আল দীনের তত্ত্বাবধানে বাংলা সাহিত্যে নন্দনতত্ত্বের স্বরূপ : প্রাচীন ও মধ্যযুগ’ অভিসন্দর্ভের জন্য অর্জন করেছেন পিএইচডি ডিগ্রি। তিনি জাহাঙ্গীরনগর | বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে অধ্যাপনারত। পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন। কবিতার পাশাপাশি কথাসাহিত্য ও মননশীল গবেষণায় সমান সক্রিয়।। প্রকাশিত বই-প্রবন্ধ-গবেষণা : বঙ্কিমচন্দ্র : লঘু রচনা ও মূল্যায়ন (১৯৮৭), নৃগােষ্ঠী নাট্য : গারাে (১৯৯৬), নাট্যবিষয়ক প্রবন্ধ (২০০১), বঙ্কিমচন্দ্রের হাস্যরসত্মক রচনা (২০০৪), শিল্পীর কৃত্য ও থিয়েটারবিষয়ক প্রবন্ধ (২০০৪), বাঙালির নন্দনভাবনা : প্রাচীন ও মধ্যযুগ (২০০৯) কালের ভাস্কর সেলিম আল দীন (২০০৯), জীবনানন্দ কথাসাহিত্য ও অনান্য প্রবন্ধ (২০১০), রবীন্দ্রনাথ : অচলায়তন (২০১২), বাংলা নাটক ও সেলিম আল দীনের নাটক (২০১২); কবিতা : পরানকথার বেলােয়ারি (২০০০), নদীমাখা নারী (২০১৪), ফাগুন হাওয়ার বেদনাবিষাদ (২০১৫); উপাখ্যান : ইন্দুলেখা (২০০৫), লাঞ্ছিতা নক্ষত্র (২০১৫); | নাটক : মাকড়সা (২০১৩)।