প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মিলন সরকার
মিলন সরকার জন্ম ১৫ নভেম্বর, ১৯৪৫ নাটোরের বাশিলা গ্রামে মাতুলালয়ে। পিতৃনিবাস কুষ্টিয়ার মিরপুর থানার খয়েরপুর। পিতা গােপেন্দ্রনাথ সরকার। (১৮৮৮-১৯৭৯) ছিলেন বিশিষ্ট লেখক; সেকালের প্রধান পত্রিকাগুলােয় লেখা বের হতাে, যদিও জীবদ্দশায় কোনাে গ্রন্থ প্রকাশ করেননি। মাতা সবিতারানী (চাকী) সরকার (১৩২২-৫৮)।। তৎকালীন দি ইউনাইটেড কুষ্টিয়া হাই অ্যান্ড মিউনিসিপ্যাল স্কুল থেকে ১৯৬৬ সালে এসএসসি, কুষ্টিয়া কলেজ থেকে ১৯৬৮ সালে এইচএসসি এবং ১৯৭০-এ কুষ্টিয়া সরকারি কলেজ (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত) থেকে বিএ পাশ করেন। ১৯৭২ থেকে ২০১০ সাল পর্যন্ত কুষ্টিয়ার সিরাজুল হক। মুসলিম হাই স্কুলে শিক্ষকতা করেন। পঠন-পাঠন প্রভূত; বাংলা ছাড়াও ইংরেজি ভাষায় দক্ষ এবং রপ্ত করেছেন সংস্কৃত। প্রভাবসঞ্চারী জনপ্রিয় শিক্ষক মিলন সরকার অবসর জীবনেও জ্ঞানচর্চায় অনলস। প্রথম মুদ্রিত রচনা ছড়া-কলকাতার লােকসেবক পত্রিকায় প্রকাশিত। একসময় নিয়মিত কবিতা লিখেছেন। গত শতকের আশির দশক থেকে গদ্যচর্চায় মনােনিবেশ। প্রিয় বিষয় কুষ্টিয়ার ইতিহাস-ঐতিহ্য। লালন-রবীন্দ্রনাথ নিয়েও আগ্রহ-মনােযােগ প্রবল। তথ্যানুগ হলেও প্রথাবিরােধী প্রেক্ষণ তার নিত্যসঙ্গী। স্থানীয় ইতিহাস-ঐতিহ্য প্রচারে একক প্রবন্ধের কয়েকটি পুস্তিকা প্রকাশ করেছেন। আত্মপ্রচারবিমুখ মিলন সরকারের নিস্পৃহতা সত্ত্বেও তাঁর ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবন্ধ সংগ্রহক্রমে এক অর্থে প্রথম পূর্ণাঙ্গ বই বের করা হলাে।