Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Sayeeda Aziz Chowdhury books

follower

সাঈদা আজিজ চৌধুরী

জন্ম: কবি সাঈদা আজজি চৌধুরী ০৭ ডসিম্বের ১৯৫১ সালে সলিটেরে এক সভ্রান্ত পরবিারে জন্মগ্রহণ করনে। পতিা: মরহুম শফকিুল হক চৌধুরী, মাতা: সয়ৈদা ফয়জুন্নসো খাতুন, স্বামী: মরহুম এ.এম আজজিুর রহমান খান (শল্পিপত)ি সন্তান: কবি সাঈদা আজজি চৌধুরীর তনি সন্তান। পুত্র: মো: শবিলী রহমান খান, লন্ডনে একটি র্লানিং একাডেমি প্রতষ্ঠিাতা পরচিালক বড় ময়ে: শাহনামা খান, চাকুরিজীবী, সডিনি অস্ট্রলেয়িাতে বসবাসরত। ছোট কন্যা: ড. তানজলিা খান (বজ্ঞিানী, গবষেক), আমরেকিায় বসবাসরত। শক্ষিাজীবন: এসএসস-িশরেবোংলা হাই স্কুল, ঢাকা। এইচএসসি- ওমনে কলজে সলিটে। র্অথনীতি বষিয়ে: অর্নাস-সরকারি বশ্বিবদ্যিালয় কলজে, সলিটে। সাহত্যি র্চচা: ছাত্র জীবন থকেইে লখেলখেরি সংগে জড়তি ছলিনে। পশোগত জীবনে র্দীঘদনি শক্ষিকতার সাথে জড়তি ছলিনে। র্বতমানে অবসর জীবন এবং সাহত্যি র্চচায় নজিকেে নয়িোজতি রখেছেনে। ভ্রমণ: কবি সাঈদা আজজি চৌধুরীর ভ্রমণ করাই যাঁর নশো। এরই মধ্যে আমরেকিা, অস্ট্রলেয়িা, ইংল্যান্ডসহ বশে কছিু দশে ভ্রমণ করছেনে।

সাঈদা আজিজ চৌধুরী এর বই সমূহ

(Showing 1 to 6 of 6 items)

Recently Viewed