প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
কবির সুমন
মূল নাম মো : এনামুল কবির (সরকার সুমন)। এলাকার জনমানুষ তাকে কবি বলেই সম্বোধন করে থাকে। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮১ সালে ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। পিতা স্বনামখ্যাত সাবেক ইউপি চেয়ারম্যান জনাম এনামুল হক( মন্টু)। মাতা, ফেরদৌসী বেগম একজন সুগৃহিণী। লেখকের দাদা প্রখ্যাত জ্ঞানতাপস হাজী আব্দুল মান্নান বিএ বিটি, স্থানীয় হোসেন্দী উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক ছিলেন। ৩ ভাই ও ১ বোনের মধ্যে লেখক সবার বড়। যথাক্রমে ছোট ভাই প্রয়াত ইমরানুল কবির দোলন, লেখালেখির সাথে যুক্ত - এমদাদ ইমন, জিহাদুল কবির ইয়ান ও একমাত্র বোন জান্নাত আরা ছন্দা। লেখক একজন সমাজকর্মী, মানবাধিকার কর্মী হিসাবে পরিচিত। পেশায় দলিল লেখক। হোসেন্দী প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক, হোসেন্দী উচ্চবিদ্যালয় হতে এসএসসি, হাজী জাফর আলী কলেজ থেকে এইচএসি ও পাকুন্দিয়া ডিগ্রি কলেজ থেকে উন্মুক্ত শাখায় ডিগ্রি অধ্যয়নরত অবস্থায় কর্মজীবনে পদার্পণ করেন। লেখকের স্ত্রী আফরোজা কবির একজন বুদ্ধিমাতী সুগৃহিণী। তাদের ২ মেয়ে ১ ছেলে। প্রথম মেয়ে আঞ্জুমান কবির মিম, দ্বিতীয় ছেলে আজমাইন ফায়েক পরশ ও ছোট মেয়ে আতিয়া ওয়াসিমা কবির আনিকা। লেখকের প্রথম প্রকাশিত উপন্যাস "বিন্দু " ২০২৩ বই মেলায় প্রকাশ পায়। এটা তার দ্বিতীয় প্রকাশিত গল্পের বই।