প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
কালাচাঁদ শীল
অধ্যাপক কালাচাঁদ শীল, অধ্যক্ষ, নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী। পটুয়াখালী জেলার সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। গ্রামীণ পরিবেশেই বেড়ে ওঠা। উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পটুয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেন। ১৯৮৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হন। ছাত্রজীবন থেকেই তিনি শোষণমুক্ত সমাজতান্ত্রিক মানবতাবাদী আন্দোলন-সংগ্রামে জড়িয়ে পড়েন। সামরিক স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যিালয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৮৯ সালে ডাকসু নির্বাচনে তিনি জগন্নাথ হল ছাত্রসংসদে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আনুষ্ঠানিক ছাত্রজীবন শেষে চতুর্দশ বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৯৩ সালের নভেম্বর মাসে সরকারি ফজলুল হক কলেজ, চাখার, বরিশালে দর্শন বিষয়ের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করে নানামুখী অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তচিন্তার বিজ্ঞানমনস্ক আলোকিত মানুষ গড়ার কাজে নিরলস চেষ্টা করছেন। অবশ্যই একদিন মুক্তচিন্তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মুক্তি আসবে- এ প্রত্যয় তিনি ধারণ করেন। তাঁর চিন্তার কেন্দ্রবিন্দুতে থাকে মানুষ ও মানবিক মূল্যবোধ। তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'আরো কিছুদিন বেঁচে থাকতে চাই' ২০২২; দ্বিতীয় কাব্যগ্রন্থ 'আমাকে একা থাকতে দাও' ২০২৩।