প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সৈয়দ জিয়া উদ্দীন
আমার জন্ম ০২ জানুয়ারী । মা-বাবার কনিষ্ঠ সন্তান আমি । শৈশব কেটেছে গ্রামীণ পরিবেশে, বড় হয়েছি আদরে-আহ্লাদে আর পরিবারের নৈতিক মূল্যবোধের শাসনে । কলেজ জীবন থেকে শুরু করে আজ অবধি শহুরে জীবনই আলিঙ্গন করে আছি, যেখানে রন্ধ্রে-রন্ধ্রে গ্রামীণ আবেশ জড়িয়ে আছে । জীবনের হরেক রঙ্গা রশ্মির বিচ্ছুরণে কখনো ঠাঁই দাঁড়িয়ে, কখনো তুফানের মত ছুটে, কখনো হামাগুড়ি দিয়ে যাপন করে চলেছি জীবন । ভব-সমুদ্রে সাঁতার কাটতে-কাটতে ভাবের সাগরে ডুবে যাই প্রাইশই । আর তাতে বিঘ্ন ঘটে নৈমিত্তিক জীবন চলার গতিতে । তারপরও একটি বিন্দুতে ভাবের সাগরের উছলে পড়া জোয়ারকে অগ্রাহ্য করা কঠিন হয়ে পড়ে । আর সেই 'কঠিন' থেকেই হয়তো লেখালেখির শুরু ।