Welcome to Rokomari.com!
Ends in
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
নটিলাস - Nautilus এর রোমাঞ্চকর যাত্রায় আপনাদের স্বাগতম৷ নাম নিয়ে কি আপনাদের মধ্যে রোমাঞ্চ কাজ করছে? ভাবছেন কি এই প্রকাশনার কর্ণধার জুল ভার্ন নিয়ে কাজ করবে? হ্যা পাঠক, আপনার ভাবনা একেবারেই সঠিক৷ নটিলাস প্রকাশনার কোর লেখক হবে জুল ভার্ন৷ এবং কোর প্রোডাক্টও হবে জুল ভার্ন এর বই। এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সাথে অনেকেই নটিলাসে চড়বেন৷ সে নাম না হয় আস্তে আস্তে প্রকাশ করা যাবে৷ এবার আশা যাক নটিলাস প্রকাশনা মূলত কি ধরনের জনরা নিয়ে কাজ করবে৷ যেহেতু নামটিই নটিলাস সেহেতু বুঝতেই পারছেন এই প্রকাশনা শুরুর দিকে এডভেঞ্চার ও ভ্রমণ জনরা নিয়ে কাজ করবে৷ এর সাথে সাথে জাপানিজ সাহিত্য নিয়ে কাজ হবে আমাদের ব্যানারে৷ তবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা কি মার্ডার, মিস্ট্রি, হিস্টোরিক্যাল, সাইকোলজিক্যাল, সাইফাই এই ধরনের জনরা নিয়ে কাজ করবো না? আমরা এই সব জনরা নিয়ে একে বারেই যে কাজ করবো না তেমন না৷ এই সব জনরা আমরা কভার করবো জাপানিজ সাহিত্যের ভেতর দিয়ে৷ আপাতত আপনাদের দুধের স্বাদ ঘোলে মিটলে আমরা জুল ভার্ন নিয়ে লং টার্মে কাজ করতে পারবো৷ এবার আসা যাক আমাদের মূল দুই জনরা এডভেঞ্চার ও ভ্রমণ নিয়ে৷ এডভেঞ্চার জনরা আমরা জুল ভার্ন এর বই দিয়ে কভার করবো৷ আর ভ্রমণ? সে'টি কভার করতে আছেন বাঙালি কিংবদন্তি সাইকেলিস্ট রামনাথ বিশ্বাস৷ হ্যা আমাদের ব্যানার থেকে জুল ভার্ন এর পাশাপাশি রামনাথ এর বইও ধারাবাহিক ভাবে আসবে৷ তো পাঠক শুরু হোক নটিলাসের সাথে আপনাদের পথচলা৷ আপনাদের ভালোবাসায় ও দোয়ায় আমরা এগিয়ে যেতে চাই৷
(Showing 1 to 3 of 3 items)
demo content