প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
একটি জাতির সভ্যতা ও সংস্কৃতি, ধর্মের নিয়ম-নীতি বহন করে সে জাতির ভাষা। শ্রেষ্ঠ জীব মানুষের চিন্তা ও গবেষণার নির্যাস বাস্তবায়িত হয় ভাষার মাধ্যমে। মানব মনের আশা-আকাঙ্ক্ষা, চাওয়া-পাওয়া, আবেগ-ভালোবাসা ও ঘৃণা সবিই বিহপ্রকাশ হয় ভাষার মাধ্যমে। ভাষার মাধ্যমেই জ্ঞানের প্রকৃতি প্রকাশ পায়; আর এ ভাষাকে বহন করে চলে ‘বই’। সুতরাং বই মানব ধর্ম, সভ্যতা, সংস্কৃতি ও জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মে, ব্যক্তি থেকে সমষ্টি ও সর্বত্র ছড়িয়ে দেয়ার অদ্বিতীয় মাধ্যম। বইয়ের মাধ্যমে আমরা এসব কল্যাণকর বিষয়কে ছড়িয়ে দিতে চাই পৃথিবীময়। যেন পৃথিবীটি স্বর্গ হয়ে উঠে। মানুষগুলো জান্নাতী মানুষ হয়ে উঠে। সেই লক্ষ্যকে সামনে রেখেই কলম একাডেমি পাঠকের হাতে বই তুলে দিচ্ছে। কলম একাডেমি আপমর মানুষের চিন্তাশক্তি, কল্পনাশক্তি ও মানবিক গুণাবলির বিকাশ এবং দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে প্রতিটি পাঠকের হাতে নির্ভুল, সম্পাদিত, বৈচিত্র্যপূর্ণ উচ্চ মানসম্পন্ন, গবেষণামূলক লেখা, ছাপা, কাগজ ও বাঁধাইসমৃদ্ধ বই তুলে দিতে চায়। প্রকাশনা হিসেবে নতুন ও পুরাতন লেখক ও পাঠকের চিন্তার গাঁথুনি, ভাবের আদন প্রদানে নতুনত্ব সৃষ্টি করা, নব এক জগতের দিগন্ত উন্মুক্ত করতে সবাইকে নিয়েই কলম একাডেমি। সামনে সত্য ও সুন্দর নিয়ে পথ চলতে চায় সবার সাথে ‘কলম একাডেমি’। পাণ্ডুলিপি গ্রহণ ও প্রকাশের ক্ষেত্রে উন্মুক্ত জ্ঞান সাধনাকে প্রাধান্য দিয়ে থাকে। নতুন সৃষ্টি সুখের উল্লাসের পথ যাত্রী কলম একাডেমি। সব কদর্যতা বিলুপ্তি ঘটিয়ে সুখ ও স্বস্তির সূর্য উদিত করতে এগিয়ে যাচ্ছে ‘কলম একাডেমি’।
(Showing 1 to 19 of 19 items)
demo content