প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
সাংস্কৃতিক সংগঠন হিসেবে 'পৃষ্ঠা' র আত্ন প্রকাশ জানুয়ারি '২৩। 'উৎকর্ষের সন্ধানে' এক দল তরুণের স্বপ্নাভিযান। সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তনের ধারায় নিজেদের সৃজনশীল চিন্তা প্রকাশের জন্য ‘পৃষ্ঠা’র সার্বিক তত্ত্বাবধানে “পৃষ্ঠাকাব্য-১” প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। এ লক্ষ্যে ‘পৃষ্ঠা’র সদস্য ও ‘পৃষ্ঠা’ ফেসবুক পেজে কবিতা আহবান করা হয়। তদ্প্রেক্ষিতে দুই বাংলার নবীন ও প্রবীণ কবিদের কাছ থেকে ব্যাপক সাড়া মেলে। তাদের এই স্বতঃস্ফূর্ত সাড়ায় আমরা বিমোহিত। “পৃষ্ঠাকাব্য-১” এর জন্য জমা পড়া কবিতার মধ্য থেকে বাছাই কমিটির মাধ্যমে মোট ১১৪ (একশত চৌদ্দ) টি কবিতা প্রকাশের জন্য নির্বাচিত করা হয়। বাছাইকৃত কবিতা কয়েক ধাপে প্রুফ রিডিং করা হয়েছে। তথাপি প্রমিত বাংলা এবং বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত বাংলা ভাষার অভিধানের নৈমিত্তিক পরিবর্তনের ফলে শব্দের বানানে কিছুটা গড়মিল থাকতে পারে। তাছাড়া “পৃষ্ঠাকাব্য-১” এ যাদের লেখা প্রকাশিত হয়েছে তারা অধিকাংশই নতুন এবং মনের আনন্দে শখের বশে কবিতা লিখেছেন। কাজেই সবসময় হয়তো ছন্দ, মাত্রার মতো মৌলিক বিষয়ের অবতারণা রক্ষিত হয়নি। তবে আধুনিক কবিতার বিবিধ রূপ ও বৈচিত্র্যময় প্রকরণ কাব্য সংকলনটি প্রকাশে সাহস যুগিয়েছে। আশা করি উৎসাহী পাঠক কাব্যরস আস্বাদনে অতৃপ্ত হবেন না।
(Showing 1 to 1 of 1 items)
demo content