প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
"২০২৪ সালে যাত্রা শুরু করে সাগ্নিক পাবলিকেশন। একটি উত্তাল সময়ে মেধায় মননে নাড়া দিতে বই এর বিকল্প আর কিছুই নেই, বইয়ের সামগ্রিক বাজার ব্যবস্থা ও ব্যবসায়িক মুনফায় এক সময় বাধ্য হয়ে বই এখন মুক্তচিন্তার স্রোতের বাইরে। পাঠক এর পড়ার স্বাধীনতা বিনষ্ট হয়েছে পাইরেসি থেকে শুরু করে বিভিন্ন নিম্নমানের বই দিয়ে, এই ২০২৪ সালে যাত্রা শুরু করে সাগ্নিক পাবলিকেশন। একটি উত্তাল সময়ে মেধায় মননে নাড়া দিতে বই এর বিকল্প আর কিছুই নেই, বইয়ের সামগ্রিক বাজার ব্যবস্থা ও ব্যবসায়িক মুনফায় এক সময় বাধ্য হয়ে বই এখন মুক্তচিন্তার স্রোতের বাইরে। পাঠক এর পড়ার স্বাধীনতা বিনষ্ট হয়েছে পাইরেসি থেকে শুরু করে বিভিন্ন নিম্নমানের বই দিয়ে, এই সংকটটি আজ একদিনে শুরু হয়েছে বা একদিন এই শেষ হয়ে যাবে এমন নয়। দেশের মুদ্রণ শিল্পে পেশাদারিত্ব আজ লভ্যাংশের কাছে মৃতপ্রায়। এই দায় যেমন অতীতের এমনি বর্তমানে সেই দায় থেকেই আমরা মনে করি পাঠকের কাছে একজন নতুন লেখক এর পৌঁছানোর যে সেতু তৈরি তাহা উচিত-নির্বিগ্নে এবং তাহলেই সম্ভব মুক্তচিন্তার। সেই মুক্তচিন্তার খোড়াক জোগাবে "সাগ্নিক"
(Showing 1 to 1 of 1 items)
demo content