"একটি মজার তাফসীর বলি" বইটির ভূমিকা থেকে নেয়াঃ বইতে ২৫টি শিরােনামে ২৫ টি টুকরাে টুকরাে তাফসীর রয়েছে। সেই সাথে রয়েছে সূরা মাউন থেকে সূরা নাস পর্যন্ত আটটি সূরাহর সরল ও সংক্ষিপ্ত তাফসীর। প্রতিটি আলােচনা আয়াত, অনুবাদ, প্রেক্ষাপট, ব্যাখ্যা ও শিক্ষা এভাবে বিন্যস্ত। ব্যাখ্যার ক্ষেত্রে নিজস্ব মত প্রকাশের দুঃসাহস আমি দেখাইনি। বরং তাফসীরে ইবনু কাসির, তাফসীরে কুরতুবি, তাফসীরে রূহুল মা'আনী, তাফসীরে বাগাভী, তাফসীরে তাবারি, তাফসীরে মা'আরেফুল কুরআন ও তাফসীরে উসাইমীন এর মতাে বিখ্যাত তাফসীর গ্রন্থের সাহায্য নিয়েছি। প্রতিটি লেখাই লিখেছি সূত্র সমেত। লেখাগুলাে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে এর পাঠক কুরআনের অনুবাদ ও তাফসীরের প্রতি আগ্রহী হােন। কুরআনের কিঞ্চিৎ স্বাদ আস্বাদন করতে পারেন। বইয়ের শিরােনাম ‘একটা মজার তাফসীর বলি’ কেন? বইটি মূলত খন্ড খন্ড তাফসীরের একটা অখণ্ড রূপ। প্রতি খন্ড তাফসীর যে মজার, তা কিন্তু নয়। কিছু আছে ভীতির, কিছু আছে ব্যথার। তবু এ নাম দেয়ার কারণ হলাে- প্রথমত এ নামে এই তাফসীর-পর্বগুলাে বেশ আলােচিত। এখন বইয়ের ভেতরের পরিবর্তন ও পরিমার্জনের সাথে সাথে যদি নামেরও পরিবর্তন ঘটে, তাহলে একটি মজার তাফসীর বলি’র পুরাতন পাঠকদের নিকট তা বিভ্রাটের কারণ হবে। তাছাড়া সব ‘মজা’ যে সুস্বাদু হবে, তা কিন্তু না। কিছু ‘মজা’ চমৎকার অর্থেও নেয়া যেতে পারে।