শঙ্খঘোষের শিরদাঁড়া নিয়ে অনেকেই আলোচনা করেছেন। শ্রীজাতেরও শিরদাঁড়া নিয়ে কবিতা আছে। ‘ভয়ানক অসুখ’ নামের এক ব্যাঙ্গাত্মক কবিতায় পাগলের জিহ্বায় শিরদাঁড়া বা মেরুদণ্ডের কথা লিখেছেন কাজী জহিরুল ইসলাম। আজকের বঙ্গদেশ-প্রেক্ষিত বিবেচনা করলে একজন সচেতন মানুষের চোখে যে বস্তুর অভাব ধরা পড়ে তা হচ্ছে শিরদাঁড়া। নুয়ে পড়া শিরদাঁড়াই সর্বত্র, পক্ষহীন সোজা শিরদাঁড়া দেখার প্রত্যাশা কবির। তার কবিতার এই চরিত্রটিই নির্মিত হয়েছে গত সাড়ে দিন দশক ধরে। প্রাপ্তির প্রলোভন আর হারানোর ভয়, ধীরে ধীরে তিনি এই দুইয়ের উপরে উঠে এসেছেন। কবিতাক্রম আমার ইচ্ছেরা ৯ পাখি-স্বভাব ১০ হিসেবের ভুল ১১ মাতৃভূমির নাম ভালোবাসা ১২ কবিতা কী? ১৪ বীজ ১৫ পাখিদের বুকে প্রেম নেই ১৬ বৃত্ত ছোট হয়ে আসছে ১৭ প্রেমিক ১৮ ঝড়ো সময় ১৯ ফেরা ২০ অধঃশব্দের তরঙ্গ ২১ সারফুদ্দিনের ঘোড়া ২২ শিল্পের উদ্যান ২৩ প্রবল বর্ষণ ২৪ জপমন্ত্র ২৫ নুয়ে পড়ো ২৬ চাঁদ ওঠে রোজ আপেল গাছে ২৭ ডিম ২৮ তিতাসের পরমায়ু ২৯ ছয় ঋতু ৩০ ছোট ৩১ আঙুরলতা ৩২ ফুলেরা ৩৩ টিউলিপ ৩৫ একটি অতিলৌকিক পাখি ৩৬ অর্কিড ৩৭ পাঁচটি কঙ্কাল ৩৮ প্রবল একটি ঝড় ৩৯ ছয়টি কাকের গল্প ৪০ শিশুরা খোঁজে না মূল ৪১ মাতাল প্রেমিক ৪২ লোভের পৃথিবী ৪৩ নতুন শব্দতরঙ্গ ৪৪ আগুনের ঘোড়া ৪৫ মাতাল সন্ধ্যার গল্প ৪৬ সিডলেস কবিতা ৪৭ সন্ত্রাসী ৪৮ পক্ষহীন শিরদাঁড়া ৪৯ এবারের যাত্রা ৫০ ভেঙে-পড়া পথ ৫১ মিলন ৫২ রঙ ৫৩ অষ্টাদশী ৫৪ রাজু আক্তার ৫৫ সন্ধ্যারানি ৫৬ জোছনা বেগম ৫৭ লীলাবতী ৫৮ চাঁদের ঢেউ ৫৯ কাউয়ার বাসা ৬০ মামলার রায় ৬১ শিরদাঁড়া ৬৩
কাজী জহিরুল ইসলাম। লিখেন গল্প, কবিতা, ভ্রমণকাহিনি ও প্রবন্ধ। পেশাগত প্রয়ােজনে ছুটে বেড়িয়েছেন দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেছেন পৃথিবীর বহু দেশ। দীর্ঘ দিন খণ্ডকালীন সাংবাদিকতা করেছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। তাঁর প্রকাশিত উল্লেখযােগ্য গ্রন্থসমূহ : উড়ালগদ্য (কলাম), বিহঙ্গপ্রবণ (আত্মজৈবনিক উপন্যাস), জানা-অজানা আফ্রিকা (ভ্রমণ), গজমােতির দেশ আইভরিকোস্ট (ভ্রমণ) After a Long way (কাব্যগ্রন্থ), ছয় ঠ্যাংঅলা নীল সাপ (গল্প) ইত্যাদি। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ কবি জসীমউদ্দীন পুরস্কার ১৪০৬ এবং ভ্রমণ সাহিত্যে ড. দীনেশ চন্দ্র সেন পদক ২০০৮-এ ভূষিত হয়েছেন। বর্তমানে জাতিসংঘের একজন আন্তর্জাতিক কর্মকর্তা হিসেবে আমেরিকায় কর্মরত। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। স্ত্রী মুক্তি, পুত্র অগ্নি এবং কন্যা জলকে নিয়ে লেখক বসবাস করছেন কাব্যময় সংসারে।