বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই অমিতকে ভালোবাসতো ঝিনুক। অমিত ঝিনুকের কোনো আবেদনেই সাড়া দেয়নি। ছোটোবেলায় এক কিশোরীকে ভালোবেসেছিল সে। কিশোরী অনামিকা ছাড়া আর কোনো নারীই তার চোখে নারী মনে হয়নি কখনও। ঝিনুক বিশ্ববিদ্যালয়ে ছেড়ে আসার দশ বছরেও ভুলতে পারেনি অমিতকে। দীর্ঘ দশ বছরের হারিয়ে যাওয়া অমিতকে এক সময় খুঁজে পায় সে। এবারও সে প্রত্যাখ্যাত হয়। ভেঙ্গে পড়ে একেবারেই। কাউকে কিছু না বলে কোটি কোটি টাকার সম্পত্তি অমিতের নামে লিখে দিয়ে অজানায় বিদেশে পাড়ি জমায় সে। এই সম্পত্তি ঝিনুক পেয়েছে তার পালক পিতার কাছ থেকে। পালক পিতার আর কোনো ওয়ারিশ না থাকায় সে ঝিনুককে পুরো বিষয়সম্পত্তি লিখে দিয়েছিল। পালক বাবা-মা লোকান্তরিত হয়েছেন অনেক আগে। ঝিনুকের বাড়ি বগুড়ায়। পারিবারিক কলহ ও লেখাপড়া করার দৃঢ়প্রত্যয় নিয়ে সে যখন পালিয়ে ঢাকা গিয়েছিল, তখন ট্রেনে বসে একমাত্র সন্তানহারা এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয় তার। ঝিনুক একপর্যায়ে তার জীবনের সব কথা খুলে বলে ট্রেনে বসেই। সেই থেকেই সে আশ্রিতা। ঝিনুকের আসল বাবা-মা মারা গেলে সে আর কখনোই বাড়ি ফিরে যায়নি। এসব কথা কেউ জানে না, অমিতও না। তবে বিদেশে যাওয়ার সময় ঝিনুক একটি দীর্ঘ চিঠিতে অমিতকে তার আসল পরিচয় জানিয়ে যায়। সে লিখেছিল যদি কোনোদিন অমিতের মন থেকে কিশোরী অনামিকার স্মৃতি মুছে যায়, সেদিন সে আবার ফিরে আসবে। এরপর প্রায় কুড়ি বছর কেটে গেছে। ঝিনুক কি ফিরে এসেছিল? তার স্মৃতি থেকে কিশোরী অনামিকার সব স্মৃতি কি মুছে গিয়েছিল? সে কি ঝিনুককে নিজের করে নিয়েছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে ‘ফিরে এসো নীলাঞ্জনা’ উপন্যাসটিতে।
নাসির আহমেদ কাবুল, জন্ম : ৬ জানুয়ারি, ১৯৬০, জন্মস্থান : ব্যাংকপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর। বাবা : আনছার উদ্দিন আহমেদ, মা : পিয়ারা বেগম। আট ভাইবোনের মধ্যে নাসির আহমেদ কাবুল ভাইদের মধ্যে দ্বিতীয় ও সবার মধ্যে চতুর্থ। শিক্ষালাভ : মঠবাড়িয়া পাঠশালা, কেএম লতিফ ন্সটিটিউশন, সরকারি তিতুমীর কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (বাংলা ভাষা ও সাহিত্য)। ১৯৭০-এ লেখালেখি শুরু। এ যাবত প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে : ভালো থেকো নন্দিতা (কবিতাগ্রন্থ), নন্দিতার অন্য আকাশ (উপন্যাস), একটি সুইসাইড নোট (উপন্যাস), কালো বিড়াল লাল চোখ (রহস্য গল্প), হলুদ বৃন্ত লাল গোলাপ (উপন্যাস) জনারণ্যে একাকী (কবিতাগ্রন্থ), এই বসন্তে তুমি ভালো থেকো (কবিতাগ্রন্থ), পাথর সময় (উপন্যাস), কৃষ্ণ তিথির চাঁদ (উপন্যাস), পাঁচ গেরিলার মুক্তিযুদ্ধ (কিশোর মুক্তিযুদ্ধের উপন্যাস), দীপুর হাতের গ্রেনেড (কিশোর মুক্তিযুদ্ধের উপন্যাস), অপারেশন রেসকিউ (কিশোর মুক্তিযুদ্ধের উপন্যাস), অনিন্দ্য এবং একটি কুকুর (শিশু-কিশোর গল্পগ্রন্থ)। এ ছাড়াও বেশ কয়েকটি কবিতা ও গল্পগ্রন্থসহ কয়েকটি শিশুতোষ গ্রন্থ সম্পাদনা করেছেন তিনি। নাসির আহমেদ কাবুল বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার। তিনি অনলাইন নিউজ পোর্টাল আজ আগামী ২৪ ডটকম (ধলধমধসর২৪.পড়স) –এর প্রধান সম্পাদক। সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান জলছবি প্রকাশনের প্রকাশক তিনি।