"অণুজীববিজ্ঞানের মজার প্রশ্ন ও উত্তর" বইটির ভূমিকা থেকে নেয়াঃ অণুজীবের এক বিশাল সমুদ্রে আমরা সকলে ডুবে আছি। আমাদের দৈনন্দিন জীবনের নানা গুরুত্বপূর্ণ ও মজাদার বিষয়ের সাথে, এমনকি আমাদের অস্তিত্বের সাথেও একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে অদৃশ্য এই অণুজীব। অথচ এদের সম্পর্কেই আমাদের জানাশােনা কিনা সবচেয়ে কম! বাংলা ভাষায় অন্য অনেক বিষয়ের মজার প্রশ্ন ও উত্তর সংবলিত বই থাকলেও অণুজীববিজ্ঞানের মজার প্রশ্ন ও উত্তর নিয়ে কোনাে বই নেই। আর তাই আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কযুক্ত অণুজীব বিষয়ক পঞ্চাশটি মজার প্রশ্ন ও তার উত্তর নিয়ে সাজানাে হয়েছে ‘অণুজীববিজ্ঞানের মজার প্রশ্ন ও উত্তর’ বইটি। বইটিতে প্রাঞ্জলতা বজায় রাখার উদ্দেশ্যে নির্ধারিত প্রশ্নগুলাের উত্তরে বিষয়বস্তুর গভীরে প্রবেশ না করে কেবল অণুজীব সংশ্লিষ্ট মৌলিক বিষয়টি স্পর্শ করে যাবার চেষ্টা করা হয়েছে। তবে আরও জানতে আগ্রহী পাঠকেরা তথ্যসূত্রে উল্লিখিত গ্রন্থ বা গবেষণাপত্রগুলাে নেড়েচেড়ে দেখতে পারেন। বইটি পড়ে আমাদের প্রাত্যহিক জীবনে অণুজীবের ভূমিকা সম্পর্কে নতুন কিছু জানতে পারলে এবং তাদের সম্পর্কে আরও জানতে উৎসাহী হলে তবেই আমার কষ্ট সার্থক হয়েছে বলে জানবাে।
সঞ্জয় মুখার্জীর জন্ম ১৬ আগস্ট, ১৯৮৯ রংপুরে।শৈশব কেটেছে ঢাকায়, কৈশোর রংপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থকে অণুজীববিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে কর্মজীবন শুরু করেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশে (আইসিডিডিআর, বি) ছাত্রাবস্থা থেকেই শিক্ষকতার প্রতি প্রবল আকর্ষণের কারণে পরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। বর্তমানে সেখানেই শিক্ষকতা করছেন্ ভালোবাসেন শিখতে, শেখাতে, লিখতে, বাশিঁ বাজাতে আর খেলাধুলা করতে। অনেক স্বপ্ন রয়েছে তার। স্বপ্নগুলো লালন কারে চলেছেন, একদিন ডানা মেলে আকাশে উড়িয়ে দেবেন বলে।