সেই ১৮৯৩ সাল থেকে এদেশের চিত্তগগনে মধ্যাহ্নসূর্যের মতো আজও উদ্ভাসিত হয়ে আছেন স্বামী বিবেকানন্দ। উনিশ বিশ এবং একুশ শতকের দেশী-বিদেশী গবেষকরা বিপুল নিষ্ঠায় নিরন্তর অনুসন্ধান চালিয়েও এখনও পরিপূর্ণ বিবেকানন্দকে এঁকে ফেলতে পারেননি অজানা ও অচেনা বিবেকানন্দের অনুসন্ধান তাই চলছে এবং চলবে। সন্ন্যাসী বিবেকানন্দের সঙ্গে শংকর-এর প্রথম পরিচয় নিতান্ত বাল্যবয়সে ১৯৪২ সালে, যার চল্লিশ বছর আগে বেলুড়ে মহাসমাধি লাভ করেছেন বিদ্রোহী, বিপ্লবী ও জনগণমন বিবেকানন্দ। তাঁরই নামাঙ্কিত বিদ্যালয়ের ছাত্র হিসেবে অতি অল্পবয়সে শংকর-এর বিবেকানন্দ-অনুসন্ধানের শুরু। কেমন ছিলেন মানুষটি ? সন্ন্যাসীর কর্তব্য ও সন্তানের কর্তব্যের সমন্বয় ঘটাতে গিয়ে তিনি কিভাবে অসম্ভবকে সম্ভব করেছিলেন ? তাঁর বোন কোথায় আত্মঘাতিনী হলেন ? উদাসী মেজভাই কোন অভিমানে পাঁচবছর বাড়িতে একটাও চিঠি লিখলেন না ? কোথা থেকে যোগাড় হল দত্ত পরিবারের শরিকী মামলার টাকাকড়ি ? সমস্ত পরিবার কীভাবে সর্বস্বান্ত হলেন ? সন্ন্যাসী বিবেকানন্দ কেন বিদেশে বেদান্তের সঙ্গে বিরিয়ানি রান্নার প্রচার অভিযানে নেমেছিলেন ? কলকাতা শহর থেকে আরম্ভ করে কোথায় কোথায় তাঁকে অনাহারে থাকতে হয়েছিল ? তাঁর সবচেয়ে প্রিয় খাবার কোনটি ? কোন ফলটি তিনি অপছন্দ করতেন ? তাঁর উচ্চতা ও ও ওজন কত ছিল ? তাঁর প্রথম ও দ্বিতীয় হার্ট অ্যাটাক কোথায় হয়েছিল ? বিশ্ববিজয় করে ফেরবার পরেও কলকাতার বিখ্যাত ডাক্তাররা তাঁদের চেম্বারে ভিক্ষুক সন্ন্যাসীর কাছ থেকে নির্দ্বিধায় কত টাকা ফি গ্রহণ করেছিলেন ? চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেয়ে কাদের কাছে তিনি হাত পেতেছিলেন ? আসন্ন বিদায়ের কথা ভেবেই কি তিনি পারিবারিক বিবাদের ফয়সালা করার জন্য মহাপ্রয়াণের মাত্র কয়েকদিন আগে অমন তৎপর হয়ে উঠেছিলেন ? এমনই সব হাজারও প্রশ্নের ছোট ছোট এবং বড় বড় উত্তর সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লেগে গিয়েছে লেখকের। শংকর-এর স্বপ্নময় রচনায় অচেনা অজানা বিবেকানন্দই জানিয়ে দেন, কেন তিনি পুরুষোত্তম ? সমকালের সমস্ত তুচ্ছতা ও যন্ত্রণা অবহেলা করে কেমন করে তিনি মহত্ত্বের হিমালয়শিখরে আরোহণ করেছিলেন ? কেন প্রতিটি বড় কাজ করার সময় তিনি মৃত্যুর উপত্যকা চোখের সামনে দেখতে পেয়েছেন ? সুদীর্ঘ অনুসন্ধানের ফলশ্রুতি ‘অচেনা অজানা বিবেকানন্দ' এযুগের এক তুলনাহীন সাহিত্যপ্রচেষ্টা।
শংকর একজন ভারতীয় বাঙালি লেখক। তাঁর আসল নাম মণিশংকর মুখোপাধ্যায়। তাঁর প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল চৌরঙ্গী, সীমাবদ্ধ এবং জন অরণ্য। এই তিনটি বই নিয়ে চলচ্চিত্রও নির্মিত হয়েছে। ২০১৬ সালে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট সম্মানে ভূষিত হন।