মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর (অব.) আতাউল গণী ওসমানী সাহেবের নামে নামকরণকৃত ‘ওসমানীনগর উপজেলা' বৃহত্তর সিলেট অঞ্চলের ঐতিহ্যধন্য একটি উপজেলা। সৌভাগ্যক্রমে ২০১৫ সালে আমি নবগঠিত ওসমানীনগর উপজেলার প্রথম নির্বাহী অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হই। ১৪টি ইউনিয়ন সংবলিত সাবেক বালাগঞ্জ উপজেলার উত্তর-পশ্চিমাঞ্চলের ৮টি ইউনিয়ন নিয়ে ওসমানীনগর উপজেলা প্রতিষ্ঠিত হয় । ৮টি ইউনিয়ন নিয়ে পূর্ণাঙ্গ থানা ও উপজেলা প্রতিষ্ঠালাভ করতে এ অঞ্চলের মানুষকে অনেক আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। বিগত ১৬.০৯.২০১৫ খ্রিষ্টীয় তারিখে নবগঠিত ওসমানীনগর উপজেলা পরিষদের ১ম মাসিক সভায় প্রসঙ্গটি উঠে আসে এবং সকল সম্মানিত চেয়ারম্যানবৃন্দ তাঁদের বক্তব্য উপস্থাপন করেন। ব্যাপক আলোচনার পর একপর্যায়ে প্রস্তাব গৃহীত হয়, লেখক-গবেষক, ৭নং দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ ব্যাপক অনুসন্ধান ও গবেষণা চালিয়ে ওসমানীনগর থানা ও উপজেলা প্রতিষ্ঠার বস্তুনিষ্ঠ ইতিহাসসহ উপজেলা অঞ্চলের পূর্ণাঙ্গ ইতিবৃত্ত তাঁর লেখনীর মাধ্যমে তুলে ধরবেন । সভায় উপস্থিত আব্দুল হাই মোশাহিদ সানন্দে এ প্রস্তাবে সাড়া দেন এবং ‘ওসমানীনগরের ইতিবৃত্ত' নামে পুস্তকটি লেখার ঘোষণা দেন। তিনি তাঁর কথা রেখেছেন। এ পুস্তকে ওসমানীনগর অঞ্চলের হাজার বছরেরও বেশি অতীতকাল থেকে পর্যায়ক্রমিক ইতিহাস যেমন—ভূমিরূপ গঠন, সূচনাবসতি, বসতিবিন্যাস, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সামাজিক বিবর্তন, ঐতিহ্য, সংস্কৃতি ও কৃতি ব্যক্তিদের বিবরণ নিপুণভাবে তুলে এনেছেন তাঁর লেখায়। আমার মতে, এ ধারায় আঞ্চলিক ইতিহাসের খণ্ড-বিখণ্ড টুকরোগুলো জড়ো করে সিলেট জেলা, বিভাগ, তথা গোটা বাংলাদেশের ইতিহাস অধিকতর তথ্যসমৃদ্ধ ইতিহাস' হয়ে উঠতে পারে। ‘ওসমানীনগরের ইতিবৃত্ত’ হোক এ ধারার সূচনা ও পথপ্রদর্শক আকরগ্রন্থ। ইউএনও থাকাকালীন আমার প্রিয় ব্যক্তি ও প্রিয় ইউ.পি চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ আমাদের মাঝে বেঁচে থাকুন দীর্ঘদিন এবং তাঁর ক্ষুরধার লেখনী শেকড়ের গভীর থেকে তুলে আনুক এখানকার হারিয়ে যাওয়া মুক্তোদানাগুলো । আমি এ বইয়ের বহুল প্রচার ও বহু সংস্করণ কামনা করি।
আব্দুল হাই মোশাহিদ: জন্ম ৬ই ডিসেম্বর ১৯৬০ খ্রি. ওসমানীনগর উপজেলার ৭নং দয়ামীর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে। বিশ্বনাথ জমির আহমদ উচ্চবিদ্যালয়, তাজপুর কলেজ ও সিলেট মদনমোহন কলেজে অধ্যয়ন করেন। ক্রীড়াবিদ, ক্রীড়াসংগঠক ও কোয়ালিফাইড ফুটবল রেফারি হিসেবে পরিচিতি রয়েছে। বেশকিছু সেচ্ছাসেবী- সামাজিক সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। সংবাদকর্মী হিসেবে অখণ্ড বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। 'মাটি ও মানুষ' রচনা, গবেষণা ও সম্পাদনা পরিষদের কর্ণধার হিসেবে আঞ্চলিক ইতিহাস গবেষণায় নিরলসভাবে কাজ করে চলেছেন। গবেষাণামূলক ইতিহাস এই ২টি, জীবনী গ্রন্থ ২টি, উপন্যাস ২টি এবং ২২টি প্রামাণ্য গ্রন্থের জনক। 'ওসমানীনগরের ইতিবৃত্ত' গ্রন্থটি ৯ম প্রকাশনা। তাঁর আরও কটি গ্রন্থ প্রকাশের অপেক্ষায়। সফেদ্ধ পাবেষণাকর্ম তাঁকে এনে দিয়েছে 'শরচ্চন্দ্র চৌধুরী সম্মাননা পদক', একটি মুঠোফোন কোম্পানি কর্তৃক ২০০৪ খ্রিষ্টাব্দে 'সাদামনের মানুষ' হিসেবে চিহ্নিত হয়েছেন। আব্দুল হাই মোশাহিদ ২০১১-২০১৬ মেয়াদে ৭নং দয়ামীর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জেলার অন্যতম শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনিত হওয়া ছাড়াও মেয়াদকালে প্রায় দেড় ডজন স্বর্ণপদকের জন্য মনোনীত হন। আব্দুল হাই মোশাহিদ গবেষণা ও লেখালেখিতে নিরলস কর্মতৎপর। তাঁর ইচ্ছে সুস্থ থাকলে সিলেট অঞ্চলের প্রকৃত ইতিহাস মাঠ পর্যায় থেকে তুলে আনবেন। পারিবারিক জীবনে সহধর্মিণী ফাতেমা বেগম, একমাত্র মেয়ে শামীমা হালিম, দুই ছেলে-জাহিদুর রহমান ও নাইমুর রহমান।