বাংলাদেশ ভারত পাকিস্তান ১৯৬৯-১৯৭৫ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের গোপন দলিল জগলুল আলম Jaglul Alam Bangladesh Bharat Pakistan 1969-1975 Secret Documents of State Dept. of USA গ্রন্থ পরিচিতি কয়েক বছর আগে ইন্টারনেটে গুগল ব্রাউজ করার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ডিক্লাসেফায়েড করা দলিলের এক বিশাল তথ্যভাণ্ডার আমার হাতে এসে পড়ে। এর এক বিরাট অংশ ছিল স্টেট ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ কাগজপত্রের লেনদেন, অফিসারদের আলাপচারিতা এবং আমেরিকার বিভিন্ন দূতাবাস থেকে স্টেট ডিপার্টমেন্টে পাঠানো গোপন টেলিগ্রাম। এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের ওপর আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন দলিলের অংশবিশেষ একসঙ্গে করে আমি তার ওপর পড়াশোনা শুরু করি। দেখতে পাই বাংলাদেশ, পাকিস্তান ও ভারতসহ পৃথিবীর বহু দেশের স্বনামধন্য লেখক-গবেষকদের অনেকে এ সময়কাল নিয়ে কাজ করেছেন। কিন্তু দলিলগুলোর ওপর ভিত্তি করে বাংলায় বিস্তারিত ব্যাখ্যাসহ কোনো বই আমার চোখে পড়েনি। --- বিশাল এক তথ্যাভাণ্ডার থাকলেও বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে ১৯৬৯-৭১ সালের ঘটনা প্রবাহ এবং একই সঙ্গে আমেরিকা ও অন্যান্য দেশের বাংলাদেশের অভ্যুদয় সংক্রান্ত মনোভাব নিয়ে ব্যাখ্যামূলক কোনো বই আজ পর্যন্ত বাংলায় বের হতে দেখা যায়নি। এই শূন্যতাই ছিল আমার বইটি লেখার মূল অনুপ্রেরণা। স্বাভাবিকভাবেই এর জন্য আমাকে সমসাময়িক আরও অনেক তথ্য সংগ্রহ করতে হয়েছে এবং এর ওপর অন্যান্য লেখক-গবেষকের অনেক তথ্য ব্যবহার করতে হয়েছে। তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। --- এগ্রন্থে ব্যবহৃত তথ্যাদি মূলত সরাসরি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ডিক্লাসেফায়েড করা দলিল থেকে নেয়া। এর কোনোটিই উইকিলিক্সের ফাঁস করা তথ্য থেকে ব্যবহার করা হয়নি। --- ঊইডটকে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্যভিত্তিক না করে সমসাময়িক বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের চলমান ঘটনা প্রবাহের একটি আনুপূর্বিক ইতিহাসে দাঁড় করাবার চেষ্টা করেছি। আমার মনে হয় নবীন পাঠকেরা এতে ইতিহাসের অনেক অজানা উপাদান খুঁজে পাবেন। - জগলুল আলম (২০১৪ সালে লিখিত ভূমিকার অংশবিশেষ) লেখক পরিচিতি বিশিষ্ট সাংবাদিক জগলুল আলমের জন্ম নরসিংদী জেলার করিমপুর গ্রামে ১৯৫৩ সালে। ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এবং ১৯৭৮ সনে সাংবাদিকতায় এমএ ডিগ্রি লাভের আগে থেকেই তৎকালীন সাপ্তাহিক নিউ নেশন পত্রিকায় সাংবাদিক হিসেবে তার হাতেখড়ি। তার সাংবাদিকতার প্রথম শিক্ষক ছিলেন তার ভগ্নিপতি ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক রায়হান উল্লাহ। কর্মজীবনে আতাউস সামাদ, আহমেদ হুমায়ুন, ওয়াহিদুল হক, এবিএম মূসার মতো সাংবাদিকদের হাতে তার শিক্ষা। নিয়মিত প্রদায়ক হিসেবে বিচিত্রার সম্পাদক শাহাদাৎ চৌধুরীর হাতে তার বিকাশ এবং পরবর্তীকালে হলিডের এনায়েতুল্লাহ খান ও সংবাদের বজলুর রহমানের স্নেহপাশে তার প্রতিষ্ঠা। কাজ করেছেন বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রায় সব কাগজে। তিনি ছিলেন দুবাই থেকে প্রকাশিত গালফ নিউজের বাংলাদেশ করেসপন্ডেন্ট। গত কয়েক বছর জগলুল আলম ইনডিপেন্ডেন্ট পত্রিকার পলিটিক্যাল এডিটর, অর্থনীতি প্রতিদিন পত্রিকার প্লানিং এডিটর এবং বর্তমানে অনলাইন পত্রিকা বাংলাদেশফার্স্ট ডটকম ও নিউজ ওয়ার্ল্ড ৩৬৫ ডটকম পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে কাজ করছেন। ১৯৮৮ সালে তিনি মস্কোর ইন্টারন্যাশনাল ইন্সটিউট অব জার্নালিজম এবং ১৯৮৯ সালে আমেরিকার সেন্টার ফর ফরেন জার্নালিস্ট থেকে ডিপ্লোমা এবং ১৯৯০-৯১ সালে আমেরিকান ইউনিভার্সিটি অব মেরিলেন্ড, কলেজ পার্ক থেকে ইউএস ফরেন পলিসি মেকিং প্রসেস-এর উপর ফেলোশিপ লাভ করেন। জগলুল আলমের প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে: ১৯৭১ বাংলাদেশে গণহত্যা (বাঙ্গালা গবেষণা ঢাকা); ১৯৭১ পরাজয় ও আত্মসমর্পণের পাকিস্তানী মূল্যায়ন হামুদুর রহমান কমিশন রিপোর্ট টপসিক্রেট (বাঙ্গালা গবেষণা ঢাকা); সোভিয়েত সমাজতন্ত্রের রূপান্তর পেরেস্ত্রইকা (ইউপিএল); বাংলাদেশের বামপন্থী রাজনীতির গতিধারা (প্রতীক প্রকাশনা সংস্থা, বাঙ্গালা গবেষণা ঢাকা); ইমার্জেন্স অব বাংলাদেশ অ্যান্ড বিগ পাওয়ার রোল ইন ১৯৭১ (বেথানি বুকস সুইডেন ও আমেরিকা এবং প্রগতি প্রকাশন, ঢাকা বাঙ্গালা গবেষণা ঢাকা); বার্থ অব বাংলাদেশ ইন আমেরিকান প্রেস (প্রতীক প্রকাশনা সংস্থা, বাঙ্গালা গবেষণা ঢাকা) এবং বাংলাদেশ ভারত পাকিস্তান ১৯৬৯-১৯৭৫ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের গোপন দলিল (প্রতীক প্রকাশনা সংস্থা, বাঙ্গালা গবেষণা ঢাকা)। অন্যদিকে ইউপিএল থেকে প্রকাশিত হয়েছে মওদুদ আহমেদ প্রণীত সাতটি ইংরেজি বইয়ের বাংলা অনুবাদ যার সবকটিই জগলুল আলম অনুবাদ করেছেন। বর্তমানে জগলুল আলম খণ্ডকালীনভাবে ঢাকা ও নিউইয়র্কে বসবাস করে লেখালেখির কাজ চালিয়ে যাচ্ছেন।
Title
বাংলাদেশ ভারত পাকিস্তান ১৯৬৯-১৯৭৫ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের গোপন দলিল