ফ্ল্যাপে লেখা কিছু কথা সাম্রাজ্যবাদ কী বস্তু? এই প্রশ্নের উত্তরে পর্তুগিজ শাসনাধীন গিনি বিসাউ ও সবুজ কেপের নেতা আমিলকার কাব্রাল একবার বলিয়াছিলেন, সাম্রাজ্যবাদ হইতেছে সেই মাল যাহার নিকৃষ্টিতম উদাহরণ জার্মানির নাৎসি সৈরতন্ত্র। নাৎসিদের পরাজয়ের পর ফরাসি শাসনাধীন মার্তিনিকের কবি ও রাষ্ট্রনেতা এমে সেজার লিখিয়াছিলেন, ইউরোপ ও আমেরিকার স্বাধীনতা ব্যবসায়ীরা নাৎসীদের অনুসৃত নীতি বহুদিন ধরিয়া তাঁহাদের অধীন দেশে দেশে প্রয়োগ করিয়া আসিতেছেন। হিটলারের দোষ এয়ুরোপীয় বর্বরতা তিনি খোদ এয়ুরোপবক্ষে টানিয়া আনিলেন। এমে সেজারের বাক্য নতুন করিয়া সত্য প্রমাণ করিল ২০০৩ নাগাদ এরাকে মার্কিন দস্যুতার কূটনীতি জয়লাভের পথ খোলাসা করিয়াছিল। মার্কিননীতির সমথ্যকরা সাদ্দাম স্বৈরশাসক বলিয়া দেশে দেশে প্রচার করিতেছিলেন। একই প্রচার ১৮ ও ১৯ শতকে নবাব সুবেদার সিরাজুদ্দৌলার বিরুদ্ধেও চলিয়াছিল। মৃণায় কৃঞ্চিতনাসা সুশীল সমাজ তাঁহার নাম উচ্চারণ করিতেন ‘সাজেরদৌলা।’ সাম্রাজ্যবাদী প্রচারণা যুদ্ধ কী নোংরা হইতে পারে তাহার স্বরূপ যৎকিঞ্চিত উদঘাটন করিতেছে এই বই।এই সংস্করণে একটি নতুন অধ্যায় যোগ হইয়াছে। ইংরেজ সর্দারের পত্রাবলি ঘাঁটিয়া ইহা দেখাইতেছে সিরাজুদ্দৌলার ঘাতক শুদ্ধ মোহাম্মদী বেগ বা মিরন একলা নহে। তাঁহার আসল ঘাতকের নাম লর্ড রবার্ট ক্লাইব।
সূচিপত্র
বিয়োগ *ইরাক, আরব জাতীয়তাবাদ ও সাদ্দাম হোসেন *দাসত্ব অর্থ স্বাধীনতা *সত্য সাদ্দাম হোসেন ও স্রাজেরদৌলা *নবাব সিরাজুদ্দৌরা : ইতিহাস ও ভাবমূর্তি *সিরাজুদ্দৌলার মৃত্যু : উপন্যাস ও ইতিহাস ভাগ *দুইনীতিপরায়ণ দেরিদা ও একনীতিবাদী বাদিয়ু *জাক দেবিদার ত্রাসনীতি : বিচার না বায়োয়ারি *নীতির নতুন জামা : এয়ুরোপে বর্ণবাদ যোগ * পুরানা সেই দিনের কথা ও অন্যান্য কবিতা -হ্যারল্ড পিন্টার *ভগবান প্রেস্টোক ও ঘুরঘুট্টি আফ্রিকা : টার্জান কেচ্ছার রাজনীতি-জন নিউসিঙ্গার *বোধিনী *দোহাই
সলিমুল্লাহ খান ‘ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ’ নামক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাঁহার কীর্তির মধ্যে গণ্য: আহমদ ছফা সঞ্জীবনী, আ মরি আহমদ ছফা: বিষয় বাঙালি মুসলমানের মন, প্রার্থনা, ঠাকুরের মাৎস্যন্যায়: ভাষা-শিক্ষায় সাম্প্রদায়িকতা, আদমবোমা, স্বাধীনতা ব্যবসায় এবং Silence: On crimes of power। সম্পাদিত গ্রন্থ ও পত্রপত্রিকার মধ্যে: বেহাত বিপ্লব ১৯৭১, গরিবের রবীন্দ্রনাথ, আহমদ ছফার স্বদেশ, প্রাক্সিস জর্নাল, রাষ্ট্রসভা পত্রমালা, অর্থ: আহমদ ছফা রাষ্ট্রসভা পত্রমালা এবং Apostrophe: Working Papers of the Center for Advanced Theory। অনূদিত গ্রন্থের মধ্যে: উহারা বাতাসে: পেন্টি সারিকস্কির কবিতা ১৯৫৮-১৯৮০, আল্লাহর বাদশাহি: ডরোথি জুল্লের নির্বাচিত কবিতা এবং সক্রাতেসের তিন বাগড়া।