এই লেখাগুলা মোস্টলি ২০১৩-১৬ সালের দিকে লেখা, ২০২০-২২ সালেরও কিছু লেখা আছে। লেখাগুলারে মুভি-রিভিউ হিসাবে পড়লে একটু মুশকিলই হইতে পারে। সিনেমাগুলা দেখতে গিয়া কিছু জিনিস মনে হইছে, যেইগুলা পারসোনাল এক্সপেরিয়েন্সের লগে রিলেট করা বা সিনেমারে তার টেকনিক্যালিটির জায়গা থিকা দেখার ঘটনাও না; বরং একটা সময়ে (২০১১ - ২০২১) ঢাকা শহরে বইসা কেমনে সিনেমা দেখা হইতো, সেইটার একটা উদাহারণ হিসাবেই দেখা যাইতে পারে। মানে, সিনেমা এইভাবে দেখতে হবে - এই সাজেশন হিসাবে দেখলে ঝামেলাই হবে। বরং সিনেমারে কেউ এইভাবে দেখছেন। এইরকম একটা ঘটনা।
আর এই বই পড়ার লাইগা এই সিনেমাগুলা দেখা থাকাটা মাস্ট না, তবে দেখা থাকলে কথাগুলারে রিলেট করতে তো সুবিধাই হবে। দেখা না থাকলেও আন্দাজ কইরা নিতে খুববেশি সমস্যা হওয়ার কথা না মনেহয়। তবে একটা জিনিস হইতেছে, ক্ল্যাসিক মুভি বা ভিজ্যুয়ালস খুববেশি নাই এইখানে, একটা সময়ের পপুলার সিনেমাই এইগুলা। যার ফলে অই জেনারেশনের আগের এবং পরের লোকজনের জিনিসগুলার লগে কানেক্ট করতে একটু ডিসট্যান্ট ফিল করার কথা। তবে, সিনেমা জিনিসটাও তো মনেহয় কম-বেশি এইরকমই, একটা সময়েরই ঘটনা।
তবে দেখাদেখির জায়গাতে হয়তো আরো অনেক ভ্যারিয়েশন থাকতো পারতো; বা আছে তো আসলে - অই এক্সপেক্টশনটা ব্যাকগ্রাউন্ডে রাখাটা বেটার। মানে, আমি যা বলছি বা যেইটুক দেখছি, ঘটনাগুলা এইটুকই না, সবসময়।