একটি জাতির চিন্তাগত উৎকর্ষ তার চিরাচরিত ভাষার সমৃদ্ধির সমানুপাতিক। মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ভাষা বাংলা এক্ষেত্রে দীর্ঘ কয়েক শতকের অবহেলায় নিপতিত রয়েছে। এরই প্রেক্ষিতে বাংলা ভাষায় ইসলামী সভ্যতার সামগ্রিক মূলনীতি ও উত্তরাধিকারকে সঞ্চয় করে তা যুগোপযোগী পন্থায় মুসলিম মানসের সামনে হাজির করার ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ত্রৈমাসিক মিহওয়ার। মিহওয়ার ৬ষ্ঠ সংখ্যায় আমরা বিভাগ ও প্রবন্ধ নির্বাচনের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছি, যা পাঠকদের চিন্তার জগতে নতুন মাত্রা সংযোজন করবে বলে আমরা আশাবাদী। এ সংখ্যায় ইসলামী ও চিন্তা দর্শন বিভাগে অনূদিত হয়েছে প্রখ্যাত দার্শনিক, মুতাফাক্কির ও সভ্যতাবিশারদ আলেম প্রফেসর ড. তাহসিন গরগুনের অসাধারণ সৃষ্টি ইসলামী সভ্যতা ও আধুনিক দুনিয়া। অনন্য এ প্রবন্ধে লেখক আধুনিকতা ও পাশ্চাত্যের আধুনিকতাবাদী বয়ানকে যুক্তির নৈয়ায়িক পাল্লায় অসাধারণভাবে করেছেন। পাঠকের মনোজগতে পাশ্চাত্যের তৈরিকৃত এ বয়ানের অসারতা ও ইসলামের অনন্য সামগ্রিকতা ফুটিয়ে তুলেছেন। মুসলিম চিন্তাধারা বিভাগে এসেছে আহলে সুন্নত ওয়াল জামায়াতের পরিচয় ও বৈশিষ্ট্য শীর্ষক প্রবন্ধ। ইসলামী জ্ঞানে উসূল বিভাগে অনূদিত হয়েছে উম্মাহর প্রখ্যাত আলেম, মুহাদ্দিস ও উসূলবিদ প্রফেসর ড. মেহমেদ গরমেজের কলমে গত শতকের হানাফী ধারার মহান আলেম ও উসূলবিদ মুসা জারুল্লাহ বিগিয়েফের কাজ নিয়ে গবেষণা প্রবন্ধ মুসা জারুল্লাহ বিগিয়েফ-এর চিন্তা ও দর্শন। উসূল ও মাকাসিদ বিভাগে অনূদিত হয়েছে, মুসলিম উম্মাহর প্রখ্যাত আলেম ও মুতাফাক্কির, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স এর সেক্রেটারি ড. আলী আল কারাদাগীর ধারাবাহিক সিরিজ ফিকহুল মীযান।
হাসান আল ফিরদাউস জন্ম : বাংলাদেশের টাংগাইল জেলায়। তিনি সমাজবিজ্ঞান নিয়ে পড়াশুনার পাশাপাশি 'ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের' ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন এবং ত্রৈমাসিক মিহওয়ারের সম্পাদক।