"IELTS Speaking Book (Academic and General Training)" বইয়ের পরিচিতি: IELTS পরীক্ষার Band Score নির্ধারণে চারটি Module এর সবগুলাের গুরুত্ব সমান। Writing, Reading এবং Listening এর জন্য বাজারে বিভিন্ন ধরণের বই থাকলেও Speaking Module এর প্রস্তুতির জন্য কোন পূর্ণাঙ্গ বই নেই। গত দশ বছর ধরে আমরা MENORS এর হাজার হাজার শিক্ষার্থীর-পরীক্ষার্থীদের IELTS এ কাঙ্খিত স্কোর অর্জনে অর্থবহ ভূমিকা রেখেছি। প্রথম থেকেই আমরা Speaking Module এর একটি ভাল দিক-নির্দেশনার অভাববােধ করেছি। আর সেই থেকেই এই বইটি লেখার প্রেরণা। বিগত মাসগুলােতে আমাদের শতশত শিক্ষার্থী/পরীক্ষার্থীর The British Council ও IDP এর IELTS পরীক্ষার অভিজ্ঞতার নির্যাস নিয়ে এই বইটির পরিকল্পনা ও লেখা হয়েছে। আমরা আমাদের পরীক্ষার্থীদের কাছে আলাদা আলাদাভাবে জানতে চেয়েছি তাদের Speaking Module পরীক্ষার অভিজ্ঞতা সম্পর্কে। পরীক্ষা কর্তৃপক্ষের সাথে কথা বলেও জানতে চেয়েছি পরীক্ষার Format, Marking এর Scale ও পরীক্ষার্থীদের ভাল করার উপায়। এই দু'য়ে মিলিয়ে আমরা শিক্ষার্থীদের দেয়ার চেষ্টা করেছি Speaking Module সম্পর্কে একটি বিশুদ্ধ ধারণা। বইটি IELTS Speaking Module পরীক্ষার Format, সম্ভাব্য সকল প্রশ্নের ধরণ, ভাল নম্বর পাওয়ার জন্য কিভাবে উত্তর করতে হবে, Score দেয়ার ক্ষেত্রে পরীক্ষার্থীর বক্তব্যে কোন কোন বিষয়গুলাে বিচার করা হয় তা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেয়া হয়েছে। আর এর সাথে রয়েছে আমাদের সংগ্রহ করা শত শত Real প্রশ্ন যা বিগত মাসগুলােতে বিভিন্ন পরীক্ষার্থীদেরকে Speaking পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে বারংবার জিজ্ঞেস করা হয়েছে। আমরা এইসব প্রশ্ন Organize করে পাঠক/পরীক্ষার্থীদের কাছে এমনভাবে উপস্থাপন করেছি যাতে পরীক্ষার্থী আমাদের শ্রেষ্ঠ অভিজ্ঞতাটা লাভ করতে পারে। শেষাংশে IELTS পরীক্ষার Speaking Module সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিতে আমরা ১১ জন পরীক্ষার্থীর Speaking Interview এর Sample কথােপকথন দিয়েছি। এই ছাড়া অগনিত পরীক্ষার্থীকে Real test-এ কি প্রশ্ন করা হয়েছে, এই বইটিতে সেটিও রয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস IELTS Speaking Module এর যে কোন পরীক্ষায় ১০০ পার্সেন্ট প্রশ্ন এ বইয়ের সাথে Common পড়বেই।
Title
আইইএলটিএস স্পীকিং বুক (একাডেমিক এন্ড জেনারেল ট্রেইনিং)