"কবিতাসংগ্রহ -২” বইয়ের ফ্ল্যাপের লেখা: একটি সাক্ষাৎকারে একবার জানিয়েছিলেন জয় গােস্বামী : আমার জীবদ্দশার মধ্যে, আমার ব্যক্তিগত জীবনে এবং সমস্ত পৃথিবীতে, এমনকী পৃথিবীর বাইরে যা কিছু ঘটছে সবই আমার আত্মজীবনীর অংশ। সেই জন্যে, তাঁর কবিতায়, ট্রেনে চাল-তুলুনি লালগােলা-বনগাঁর মাসিপিসি বা হস্টেলে র্যাগিংয়ের মুখে-পড়া ছাত্রের পাশাপাশি এসে যায় পাড়ার বিয়ে না-হওয়া সেলাই-দিদিমণি। আসে বাবা-মায়ের অতিরিক্ত উচ্চাশার বলি টিউটোরিয়াল-পড়ুয়া কিশাের ছাত্র, শহরে কাজ খুঁজতে আসা গ্রাম-মফস্বলের পুরুষ-মেয়েরা এবং অজ্ঞাত কারণে ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করা তরুণী। পুরাণের ‘মেঘনাদ’ তাঁর কবিতায় এসে আমাদের আজকের জীবনে দাঁড়ায়। কেননা আজকের এই সমাজে হয়তাে কোনাে বীর নেই কিন্তু আমরা তাে সবাই মিলে বীর! তার সঙ্গে থাকে বৃহস্পতির উপর উল্কার আছড়ে পড়া বা সুপারনােভা-ব্ল্যাকহােলের প্রসঙ্গও। থাকে প্রেম, গার্হস্থ্য, শিশুকন্যার দাপাদাপি। এসে যান বিভূতিভূষণ, জীবনানন্দ বা আইনস্টাইন। থাকে তিয়েন আন মেন স্কোয়ার আর হার-না-মানা মানুষ। কেননা, ‘রােজ কি অসমযুদ্ধে, রােজ কি খাবার খুঁজতে বেরােই না আমরা অগণন ? আমাদের বধ করবে? জন্মায়নি এমন লক্ষ্মণ ! এই কবিতাসংগ্রহের মধ্যে ধরা রইল পাঁচটি পূর্ণাঙ্গ বই, একটি কাব্যপুস্তিকা, সেই সঙ্গে এতকাল গ্রন্থাকারে অপ্রকাশিত আরও একান্নটি কবিতা। প্রায় তিনশাে কবিতার এই সংবেদী প্রবাহের মধ্যে দিয়ে যেতে যেতে পাঠক-পাঠিকা হয়তাে আবিষ্কার করবেন এই চলমান সময়কেই।
জয় গোস্বামী ১৯৫৪ সালের ১০ নভেম্বর পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে জন্ম গ্রহণ করেন।তিনি হচ্ছেন একজন ভারতীয় কবি। তিনি বাংলা ভাষার এক আধুনিক কবি এবং উত্তর-জীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি হিসাবে পরিগণিত। জয় গোস্বামীর জন্ম কলকাতা শহরে। ছোটবেলায় তাঁর পরিবার রানাঘাটে চলে আসে। তখন থেকেই তাঁর স্থায়ী নিবাস সেখানে। তাঁর পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। তাঁর মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন। জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়। সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়। এর পরপরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি ঘুমিয়েছ, ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি পাগলী তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।