"চব্বিশ পরগণা : উত্তর দক্ষিণ সুন্দরবন" বইয়ের ফ্ল্যাপের লেখা: বৈদিক লৌকিক সংস্কৃতির মিশ্রণে গড়ে ওঠা বৈচিত্র্যময় জেলা চব্বিশ পরগণা। ইতিহাসপ্রসিদ্ধ বহুস্থান ও তীর্থক্ষেত্র ছড়িয়ে আছে জেলার বিভিন্ন স্থানে। নানা রাজনৈতিক ঘটনার উত্থান-পতনের কেন্দ্র চব্বিশ পরগণা পলিমাটিতে গড়ে ওঠা কৃষিসম্পদসমৃদ্ধ। অসংখ্য নদনদী এর প্রাণ। দক্ষিণরায়, বনবিবি, বড়খা গাজি থেকে শুরু করে অগুন্তি লৌকিক দেবদেবীকে। নিয়ে এই জেলার বয়ােবৃদ্ধি। বিরাট এলাকা জুড়ে দক্ষিণের সুন্দরবন আজও রহস্য। নিরন্ধ্র অরণ্যের বুকে বিশ্বের বিস্ময় রয়েল বেঙ্গল টাইগারের সগর্ব চলাচল। জলে কুমির, ডাঙায় বাঘ, মগের মুল্লুকে মানুষের পাশাপাশি আরণ্যক জীবন। ভারতের অরণ্যপ্রাণী নিয়ে কত গবেষণা, গভীর অনুসন্ধান, অথচ শেষ বিন্দুতে অবস্থিত এই। সুপ্রাচীন ভূখণ্ডের সামগ্রিক ঐশ্বর্য অসীম অবহেলায়ও অক্ষয় হয়ে আছে। না আছে সরকারি দৃষ্টি, না আছে বেসরকারি উদ্যোগ। প্রাকৃতিক বিপর্যয় ও স্বার্থান্বেষী মানুষের নিষ্ঠুর আচরণে সুন্দরবনের আয়তন সংক্ষিপ্ত হয়ে এলেও তার ঐশ্বর্য চিরভাস্বর। এই ভূখণ্ডের প্রাকৃতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রশাসনিক, স্থানভিত্তিক বিবরণকেই গ্রন্থবদ্ধ করা হয়েছে।
জন্ম ১৯৩৯ সালে বাংলাদেশের খুলনা জেলায় । ১৯৪৭ সাল থেকেই কলকাতায় বড় হওয়া ও লেখাপড়া শেখা। ১৯৬১ সালে যুগান্তর পত্রিকা গোষ্ঠীর সাপ্তাহিক ‘অমৃত' পত্রিকায় যোগ দেন । তারপর থেকে যুগান্তর, অমৃতবাজার পত্রিকা এবং সংবাদ প্রতিদিন-এ চাকরি জীবন কাটিয়ে ২০০২ সাল থেকে দুষ্প্রাপ্য গ্রন্থ সম্পাদনা ও প্রকাশনার কাজে ব্যস্ত। ১৯৮৭ সালে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপর স্বতন্ত্র দুখানি বই লেখেন—যা ১৯৯৯ সালে একখণ্ডে চব্বিশ পরগনা-উত্তর-দক্ষিণ-সুন্দরবন' নামে প্রকাশিত। পরবর্তীকালে দে'জ ইতিহাস গ্রন্থমালায় সম্পাদনা করেছেন—যশোহর খুলনার ইতিহাস (২ খণ্ড), ঢাকার ইতিহাস (২ খণ্ড), বিক্রমপুর- রামপালের ইতিহাস, বৃহত্তর বাখরগঞ্জের ইতিহাস, সুবর্ণগ্রামের ইতিহাস, দার্জিলিঙের ইতিহাস, কোচবিহারের ইতিহাস, ফরিদপুরের ইতিহাস, নোয়াখালি ও সন্দ্বীপের ইতিহাস, রাজসাহীর ইতিহাস, মেদিনীপুরের ইতিহাস (৩ খণ্ড), চট্টগ্রামের ইতিহাস, মুর্শিদাবাদের ইতিহাস (২ খণ্ড)। সিপাহি বিদ্রোহের ১৫০ বছর, বঙ্গভঙ্গ ও সমকালীন বঙ্গসমাজ,বাঙ্গালার ইতিহাস (২ খণ্ড), সিলেটের ইতিহাস, নদীয়ার ইতিহাস, বীরভূমের ইতিহাস, সাঁওতাল বিদ্রোহ— সমাজ ও জীবন, বঙ্গের জাতীয় ইতিহাস (নগেন্দ্রনাথ বসু) সিরাজদ্দৌলা (অক্ষয়কুমার মৈত্রেয়), বাঙ্গালার ইতিহাস- নবাবী আমল (কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়), মধ্যযুগে বাঙ্গালা (কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়), গৌড় রাজমালা (রমাপ্রসাদ চন্দ), উত্তরবঙ্গ : ইতিহাস ও ঐতিহ্য, গৌড় লেখমালা (অক্ষয়কুমার মৈত্রেয়), অগ্রন্থিত অক্ষয়কুমার, এবং অন্যান্য গ্রন্থ। ‘গণ-আন্দোলনের ছয় দশক' নামে দুটি মূল্যবান গ্রন্থও সম্পাদনা করেছেন। আঞ্চলিক ইতিহাস চর্চার আরও কয়েকখানি গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশের অপেক্ষায়।