মাইক্রোসফট অফিস প্রোগ্রামের বিপুল জনপ্রিয় ও ভীষণ দরকারি প্রোগ্রম হচ্ছে Microsoft Excel যাবতীয় অফিসিয়াল গাণিতিক হিসাব-নিকাষ, পরিসংখ্যান ইত্যাদী কাজ খুব দ্রুত Excel করে দিতে পারে। অর্থাৎ ২ মাসের কাজ মাত্র ২ দিনে দিতে পারে। এক্সেল শুধুমােত্র যোগ বিয়োগ গুন ভাগ করার জন্য নহে, এর পরিধি অনেক ব্যাপক। বিভিন্ন ফর্মুলা এবং ফাংশন ব্যাবহার করে ডেটা সংক্রান্ত এমন কিছু নেই যা এক্সেলে করা যায় না। একজর দক্ষ জানা লোকের দেশে ও দেশের বাইরে বা ফ্রিল্যান্সিং পেশাতে চাহিদা অনেক। আপনি বিভিন্ন ওয়েবসাইট বা you tube থেকে দক্ষতা অর্জন করতে পারেন, সেক্ষেত্রে সমস্য হলো সঠিক বিষয় খুঁজে পেতে প্রচুর সময় নষ্ট হবেই হবে এবং ধারাবাহিক ভাবে সঠিক সমাধান পাবেন না। একটি বই ১/২ দিনে আপনকে সে সমস্যার সমাধান দিতে পারে। বইতে আপনি ধারাবাহিক ভাবে সাজানো সমাধান পাবেন। এক্ষেত্রে আপনার সুবিধামূলক সময়ে অত্যন্ত কম সময়ে অর্জন করতে পারবেন দক্ষতা। এ পেশাতে 25000/= থেকে শুরু করে প্রতিমাসে কয়েক লাখ টাকা ইনকাম করে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। Excel এর উপর ভাল একটি বইয়ের নাম : মাস্টারিং মাইক্রোসফট এক্সেল-ভার্সন ২০০৭, ২০১০,২০১৩, ২০১৬ ও ২০১৯ লেখক : বাপ্পি আশরাফ , প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী।একটি ভাল বই হতে পারে আপনার মেন্টর.... .. নিজে নিজেই শিখুন... যারা এক্সেলে একদম নতুন তাদের জন্যও এই বইটি এক্সেলে দক্ষতা অর্জনে সহায়ক হবে। সম্পূর্ন ব্যবহারিক ও প্রজেক্ট ভিত্তিক এ্ই বইতে মোট ২০টি চ্যাপটারে আছে - বেসিক থেকে অ্যাডভান্সড ও প্রোফেশনাল সকল বিষয়, িস্তারিত ম্যাক্রো গঠন, VBA (ভিজুয়্যাল বেসিক) কোড 56 টি, অসংখ্য (100টি) রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল প্রজেক্ট, (অ্যাকাউন্টিং ও ব্যাংকিং প্রজেক্টসহ), ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের জন্য ভিন্ন একটি চ্যাপটারে আছে - ফাইবার, আপওয়ার্ক ইত্যাদি মার্কেটপ্লেসের বাস্তব ব্যবহার।
Title
মাস্টারিং মাইক্রোসফ্ট এক্সেল ভার্সন এক্সপি, ৯৭, ২০০০, ২০০৩, ২০০৭ এবং ২০১০
অভিনেতা হিসেবে সুখ্যাতি কুড়ানো বাপ্পি আশরাফ কর্মজীবনে শুধু অভিনয়ই করে যাননি, সুনাম কুড়িয়েছেন লেখালেখির মাধ্যমেও। টেলিভিশন মিডিয়ার কল্যাণে আমরা প্রায় সবাই-ই চিনি এই অভিনয়শিল্পীকে, বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন নাটক, টিভি সিরিয়াল, টেলিফিল্ম ও সিনেমায় তার সরব উপস্থিতি ও মানসম্পন্ন অভিনয়ের জন্য। বিশেষ করে 'কমন জেন্ডার' ও মোস্তফা সরয়ার ফারুকীর 'থার্ড পারসন সিংগুলার নাম্বার' এই দুটি চলচ্চিত্রে তাঁর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। গুণী এই অভিনেতা ও লেখক জন্মগ্রহণ করেছেন কুষ্টিয়া জেলার মিলপাড়ায়, যার ফলে তার শৈশব কেটেছে গড়াই নদীর সুন্দর চর এলাকায়। তবে বাবার সরকারি চাকরির কারণে বেশি দিন এক জায়গায় থাকা হয়নি তার। বাবার সাথে ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলে। আর তিনি শিক্ষাজীবন অতিবাহিত করেছেন ঝিনাইদহের গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল ও কে. সি. কলেজে। স্কুল ও কলেজ পাশ করার পর তিনি ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং সেখান থেকেই স্নাতক সম্পন্ন করেন। এছাড়াও তিনি আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুলের একাদশ ব্যাচের ছাত্র, যেখানে তিনি নিয়েছেন অভিনয়ের পাঠ। কম্পিউটারের বিভিন্ন কাজের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন এবং বর্তমানে তিনি 'নোভা কম্পিউটার' এর স্বত্বাধিকারী। এরই ধারাবাহিকতায় বাপ্পি আশরাফ এর বই সমূহ এর প্রায় সবগুলোই কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রচিত। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ফটোশপ ইত্যাদি বিষয়ে তিনি দক্ষতা রাখেন এবং এসকল বিষয়ে অন্যদের সম্যক ধারণা দিতেই তিনি তার বইগুলো রচনা করেছেন। বাপ্পি আশরাফ এর বই সমগ্র এর মধ্যে 'মাস্টারিং এক্সেল এক্সপি-২০০৩', 'কমপ্লিট এডোবি ফটোশপ', 'ওয়েব পেজ ডিজাইন (HTML) কম্পিউটারে হাতেখড়ি', 'এডোবি প্রিমিয়ার প্রো সিএস ৬', 'মাস্টারিং ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট', 'উইন্ডোজ ৮ এন্ড ৭', 'কোয়ার্ক এক্সপ্রেস-৭' ইত্যাদি উল্লেখযোগ্য। অভিনয় ও কম্পিউটার নিয়ে লেখালেখি করেই বেশ কেটে যাচ্ছে বাপ্পি আশরাফের কর্মজীবন।