প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
উজ্জ্বলকুমার মজুমদার
জন্ম : ১৯৩৬ সাল। ভবানীপুর, দক্ষিন কলকাতা। শিক্ষা : সেন্ট লরেন্স স্কুল, কলকাতা, সেন্ট জনস সি.এম.এস.স্কুল, কৃষ্ণনগর। কৃষ্ণনগর গভঃ কলেজ ও প্রেসিডেন্সি কলেজ। কর্মজীবন : উত্তরপাড়া প্যারীমোহন কলেজ থেকে ১৯৫৮ সালে। এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাভবনে কাটে ছ’বছর। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বত্রিশ বছর বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপনা করেছেন। একবছর বিশ্বভারতীর রেজিস্ট্রার ছিলেন এবং এশিয়াটিক সোসাইটিতে রবীন্দ্রনাথ ঠাকুর অধ্যাপক হিসেবে গবেষণা-পরিচালনা করেন। বেশ কয়েকবার রবীন্দ্র সাহিত্য সম্বন্ধে বক্তৃতার জন্যে আমেরিকায় নিমন্ত্রিত হ’য়ে গেছেন। জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফেলো ও নিখিল ভারতবঙ্গসাহিত্য সম্মেলনের (দক্ষিণ কলকাতা শাখা) সভাপতি ছিলেন। পুরস্কার : ধুর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার (১৯৭৯), তারাশঙ্কর স্মৃতি পদক (১৯৯০), নারায়ণ গঙ্গোপাধ্যায় স্মৃতি পুরস্কার (২০০২)। টেগোর রিসার্চ ইন্সটিটিউট থেকে রবীন্দ্র-তত্ত্বাচার্য উপাধি লাভ (২০০৫)। উল্লেখযোগ্য গ্রন্থ : বাংলা কাব্যে পাশ্চাত্য প্ৰভাব, সাহিত্য সমালোচনার রূপ-রীতি, করতলে নীলকান্তমণি, রবীন্দ্রনাথ : সৃষ্টির উজ্জ্বল স্রোতে, গল্প পাঠকের ডায়ারি ইত্যাদি।