clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Rafiq Azad books

followers

রফিক আজাদ

১৯৪১ সালের ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন ‘গুণী’ গ্রামের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন কবি রফিক আজাদ। তার বাবার নাম সালিম উদ্দিন খান, মা রাবেয়া খান। তিনি ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৬৮ থেকে ১৯৭২ সাল পর্যন্ত টাঙ্গাইলের কাগমারীতে মওলানা ভাসানী। প্রতিষ্ঠিত এম.এম আলী কলেজে অধ্যাপনা করেন। তিনি ১৯৭১ সালে ১১ নং সেক্টরে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। কর্মজীবনে বাংলা একাডেমি, বাংলাদেশ জুট মিলস্ করপােরেশন ও বিরিশিরিতে উজ্জ্বল ভূমিকা রাখেন তিনি ১৯৮৪-র ১ অক্টোবর থেকে ১৯৮৭ সালের ১৬ জুন পর্যন্ত সাপ্তাহিক রােববারের সম্পাদক ছিলেন। তার সম্পাদনা ও প্রকশানায় গ১৯৮৯ সালে পাক্ষিক ঘরে-বাইরে প্রকাশিত হয়। তিনি বাংলা একাডেমির ‘তরুণ লেখক প্রকল্পেরর প্রশিক্ষক (কাব্যতত্ত্ব) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে খণ্ডকালীন অধ্যাপক হিসাবে দ্বায়িত্ব পালন করেন। তিনি জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে কর্মরত ছিলেন। তিনি সমগ্র বাংলা সাহিত্যের একজন প্রধান কবি এবং জাতীয় কবিতা পরিষদের সদস্য। অসম্ভবের পায়ে (১৯৭৩) , সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে (১৯৭৪), নির্বাচিত কবিতা (১৯৭৫), চুনিয়া আমার আর্কেডিয়া (১৯৭৭), শ্রেষ্ঠ কবিতা (১৯৮৬), স্বনির্বাচিত প্রেমের কবিতা, কবিতা সমগ্র (১৯৯৬) নির্বাচিত একশ’ কবিতা (২০০৬), প্রেম ও প্রকৃতির কবিতাসমগ্র (২০১০), মুক্তিযুদ্ধের কবিতা (২০১১), আলােয়-আধারে (২০১৫)সহ বহু গ্রন্থ প্রকাশিত হয়েছে। গুণী গ্রামের এই গুণী সন্তান বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার, আলাওল পুরস্কার, কবিতালাপ পুরস্কার, হাসান হাফিজুর রহমান পুরস্কার, পদাবলী পুরস্কার, জাতীয় কবিতা পরিষদ পুরস্কারসহ অনেক পুরস্কার লাভ করেন। ২০১৩ সালে তিনি একুশে পদক লাভ করেন। ১২ মার্চ ২০১৬ কবি রফিক আজাদ আমাদের ছেড়ে চলে গেছেন ফেরার দেশে।

রফিক আজাদ এর বই সমূহ

(Showing 1 to 40 of 40 items)

Recently Viewed