প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মার্জিয়া লিপি
মার্জিয়া লিপির জন্ম ১৯৭৩ সালের ১৫ অক্টোবরে কিশােরগঞ্জ জেলায়। মা : ফিরােজা আক্তার বাবা : মাে: মােয়াজ্জেম হােসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভুগােল ও পরিবেশে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯৯৩ সালের দৈনিক ইত্তেফাক’ এ পরিবেশ বিষয়ক তার প্রথম লেখা প্রকাশিত হয়। পরিবেশবিদ মার্জিয়া লিপি বাংলাদেশ বনবিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় বেপজায় ছিলেন; বর্তমানে ইউএসএইড-এর প্রকল্পে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা পরামর্শক পদে কর্মরত। লেখকের উপকূলে বিশেষত পৃথিবীর সর্ববৃহত্তম একক ম্যানগ্রোভ বন-সুন্দরবনে কাজ করার অভিজ্ঞতায় লেখা-প্রকাশনা- বাংলাদেশের উপকূল : পরিবেশ ও জীববৈচিত্র্য। প্রকাশিত গ্রন্থ : আমার মেয়ে : আত্মজার সাথে। কথােপকথন, জীবনীগ্রন্থ সরদার ফজলুল করিম।। সম্পাদিত প্রকাশনা- সরদার ফজলুল করিম : দিনলিপি, মা-দুই বাংলার সাহিত্য সংকলন। শিশু-কিশাের সংকলন- চিরদিন তােমার আকাশ, চাঁদ উঠেছে ফুল ফুটেছে, আমরা সবাই রাজা, পাখি সব করে রব।