প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
এলিফ শাফাক
১৯৭১ সালের ২৫ অক্টোবর ফ্রান্সের স্ট্রাসবার্গে এলিফ শাফাকের জন্ম। তুর্কী বংশােদ্ভূত এই লেখিকা একাধারে ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নারী অধিকার আদায়ে সােচ্চার প্রতিবাদী এক কণ্ঠ এবং সুবক্তা। তিনি যে সুবক্তা, তার প্রমাণ মেলে। লেখা উপন্যাস ও গল্পে। বিভিন্ন ভাষায় অনুদিত। হয়েছে তার উপন্যাস, পেয়েছে জনপ্রিয়তা। বেশ কিছু পুরষ্কারেও ভূষিত হয়েছেন এলিফ। হয়েছেন বেশ কিছু প্রতিযােগিতার বিচারক। এশিয়া ইউরােপের ইতিহাস, ধর্ম, রাজনীতি, সমসাময়িক বিভিন্ন বিষয়ের সাথে অতীতের অপূর্ব সম্মিলন। ঘটাতে সিদ্ধহস্ত এই লেখিকার হাত ধরে এসেছে। থ্রি ডটারস অব ইভ, দ্য গেয, দ্য ফর্টি রুলস অব 'লাভ, দ্য আর্কিটেক্ট'স এপ্রেন্টিসের মতাে জনপ্রিয় কিছু উপন্যাস।