প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মোঃ আবদুল আজিজ
১৯৩৬ খ্রিস্টাব্দে ৩১ মার্চ সিলেটের তদানীন্তন বালাগঞ্জ থানার এক নিভৃত গ্রামে জন্মগ্রহণ করেন। দেশে বিদেশে শিক্ষা জীবন শেষে তিনি অর্থনীতি বিষয়ে অধ্যাপনা করেছেন দেশের প্রধান কয়েকটি কলেজে, অধ্যক্ষ ছিলেন নোয়াখালী কলেজ, নরসিংদী কলেজ ও সিলেট এমসি কলেজে। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন রাজশাহী শিক্ষাবোর্ড ও কুমিল্লার শিক্ষাবোর্ডে। ১৯৯৩ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে রেজিস্ট্রার, খণ্ডকালীন শিক্ষক ও ট্রেজারার নিযুক্ত হন। পরে নবপ্রতিষ্ঠিত সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যোগ দেন ও বিভিন্ন পদে অধিষ্ঠিত থাকার পর ইউনিভার্সিটির উপাচার্য নিযুক্ত হন। সে পদের মেয়াদান্তে বর্তমানে তিনি এমেরিটাস প্রফেসর। একজন নিষ্ঠাবান গবেষক ও লেখক প্রফেসর আজিজ বিভিন্ন বিষয়ে ২৩টি গ্রন্থ রচনা করেছেন। এছাড়া কয়েকটি স্মারক গ্রন্থ ও ইতিহাস গ্রন্থের সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। প্রকাশিতব্য সিলেট জেলা গেজেটিয়ারের সম্পাদনা পরিষদেরও তিনি একজন সদস্য। জেনারেল ওসমানীর পিতা খান বাহাদুর মফিজুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ছদরুন্নেছা এমই মাদ্রাসার স্কুল বিভাগে পড়াশোনা করার সুযোগে তিনি তাঁর পরিবার সম্পর্কে জানাশোনারও সুযোগ লাভ করেছিলেন। ২০০০ সালে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সর্বাধিনায়ক ওসমানী' নামে একটি গ্রন্থ প্রকাশ করেছেন। এছাড়াও ওসমানী সম্পর্কে তাঁর লেখা প্রবন্ধ বিভিন্ন গ্রন্থে সংকলিত হয়েছে।