প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আর জে কিবরিয়া
রেডিও শ্রোতামহলে আর জে কিবরিয়া নামে ব্যাপক জনপ্রিয় রেডিও সঞ্চালক মো: গোলাম কিবরিয়া সরকার আত্মপ্রকাশ করেছেন লেখালেখির জগতেও। এগারো বছরের দীর্ঘ রেডিও ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অনেক শ্রোতাপ্রিয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানগুলোর নানারকম হৃদয়স্পর্শী, মুখরোচক গল্প আর অভিজ্ঞতার বর্ণনাই প্রকাশ পেয়েছে আর জে কিবরিয়া এর বই সমূহ-তে। আর জে কিবরিয়ার উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাজীবন কেটেছে বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে ১ম শ্রেণী নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তিনি পরবর্তীতে এমফিল সম্পন্ন করেন। ২০০৬ সালে রেডিও টুডে-তে কথাবন্ধু হিসেবে যোগ দিয়ে শুরু করেন রেডিও ক্যারিয়ার। বর্তমানে এবিসি রেডিও এফএম ৮৯.২ এ ডেপুটি এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কর্মরত আছেন। তার নিজস্ব পরিকল্পনা এবং উপস্থাপনায় এবিসি রেডিওতে ‘হ্যালো ৮৯২০’, ‘যাহা বলিব সত্য বলিব’ এবং ‘ডর’ নামে একাধারে তিনটি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বর্তমানে। এবিসি রেডিওতে কাজের পাশাপাশি মাছরাঙা টেলিভিশন ও ইউল্যাব-এও কাজ করছেন আর জে কিবরিয়া। এছাড়াও বিভিন্ন সময়ে কাজ করেছেন বিবিসি জানালা ও অনলাইন রেডিও লেমন টুয়েন্টি ফোর বাংলাদেশে। ই ভোটিং এর উপর একমাত্র বই ‘ই ভোটিং ও ডিজিটাল প্রসঙ্গের সহলেখক তিনি। অমর একুশে গ্ৰন্থ মেলা ২০১৬-তে প্রকাশিত হয় আর জে কিবরিয়া এর বই ‘জীবনের গল্প পার্ট-১’, যেখানে সম্পাদনার কাজটি করেছেন তিনিই। পাঠকমহলের ব্যাপক সাড়া পেয়ে এরপরের প্রতিটি বই মেলাতেই বের করতে হয়েছে বইটির সিরিজ। রেডিওতে ‘হ্যালো ৮৯২০’ অনুষ্ঠানটির শ্রোতাপ্রিয় গল্পগুলো নিয়েই সিরিজ আকারে সাজানো আর জে কিবরিয়া এর বই সমগ্র ‘জীবনের গল্প পর্ব ১-৪’। তাঁর উপস্থাপনায় তুমুল জনপ্রিয় আরেকটি রেডিও অনুষ্ঠান ‘যাহা বলিব সত্য বলিব’ থেকে অতিথিদের জীবনের গল্পগুলো ও তাদের ইংরেজি অনুবাদসহ সাজিয়েছেন বই ‘যাহা বলিব সত্য বলিব পার্ট-১’। ইলেকট্রনিক গণমাধ্যমে বিশেষ অবদানের জন্য তিনি ম্যানহাটন অ্যাওয়ার্ড (দক্ষিণ এশিয়া) ওয়ার্ল্ড সামিট ইয়ুথ অ্যাওয়ার্ড এবং পরপর তিনবার ইউনিসেফ কর্তৃক মীনা অ্যাওয়ার্ড লাভ করেন।